দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘গ্যালাক্সি জে১ নেক্সট প্রাইম’ নামে একটি নতুন মোবাইল ফোন বাজারে ছেড়েছে স্যামসাং। সাম্প্রতিক সময়ে ফোনের বিস্ফোরণ ঘটায় বাজার হারাতে বসেছে স্যামসাং।

অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমের স্যামসাংয়ের নতুন এই ফোনটিতে রয়েছে:
# এইচডি ডিসপ্লে
# ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ
# ১ জিবি র্যাম
# ১ দশমিক ২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর
# পেছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা
# ফোনটির ব্যাটারি ১৫০০ মিলিঅ্যাম্পিয়ারের।
স্যামসাংয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই ফোনটির দাম ধরা হয়েছে মাত্র ৬ হাজার ৯৯০ টাকা। ডিভাইস ও ব্যাটারিতে এক বছরের ওয়ারেন্টি রয়েছে।
স্যামসাংয়ের দুই সিমের এই ফোনটিতে বিশেষ ফিচার হিসেবে রয়েছে আলট্রা ডেটা সেভিং মোড। স্যামসাংয়ের দাবি করেছে যে, নতুন এই ফোনটি ৫০ শতাংশ পর্যন্ত ডেটা সাশ্রয় করতে সক্ষম।