দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টিভির ভিতর হতে বেরিয়ে এলো ‘ভূত’! কীভাবে ঘটলো? ঘটনাটি এমন, একটি ইলেক্ট্রনিক্সের শো-রুমে টিভি কিনতে ঢুকেছিলেন এক যুবতী। সেখানেই ঘটে এমন একটি দৃশ্য!
ওই শো-রুমের সেল্সের দায়িত্বে থাকা এক যুবক এগিয়ে আসেন যুবতী কাস্টমার দেখে। তারপর যুবতীর পছন্দ ও বাজেট বুঝে শো-রুমে থাকা টিভিগুলির দাম ও গুণাবলির বিরবণ দিতে থাকেন যুবক। শো-রুমের এক পাশের দেওয়াল জুড়ে খান দশেক এলইডি স্ক্রিণে তখন নানা ধরনের চ্যানেলের নানা ধরনের অনুষ্ঠান চলছে। হঠাৎ শো-রুমের সবক’টি টিভিতে একই ছবি— গোটা মুখ লম্বা চুলে ঢাকা সাদা পোশাক পরা একটি মেয়ে (ভুত) মাথা নিচু করে বসে রয়েছে!
এতে অবশ্য অবাক হননি টিভি কিনতে আসা ওই যুবতীসহ কেওই। কারণ, তিনি জানতেন না এরপর আসলে কী ঘটতে চলেছে। শোরুমের ‘সেল্সম্যান’ দোকানের ভেতরে চলে যেতেই দেওয়ালে টাঙানো একটি এলইডি টিভির ভেতর হতে বেরিয়ে এলো টিভির ভেতরে বসে থাকা সেই লম্বা চুলে মুখ ঢাকা সাদা পোশাক পরা মেয়েটি! নিজের চোখকেও যেনো বিশ্বাস হচ্ছিল না ওই যুবতীর! টিভির ভেতর হতে…এ দিকে ‘ভূতুড়ে’ মেয়েটি সটান এগিয়ে আসছে ঠিক তারই দিকে। কোনও উপায় না দেখে যুবতী হুড়মুড়িয়ে দৌড়ে বেড়িয়ে যান ওই ইলেক্ট্রনিক্স শো-রুম হতে। এই গোটা ব্যপারটাই ধরা পড়ে শো-রুমের সিসিটিভি ফুটেজেও। তবে শো-রুমের সিসিটিভি ক্যামেরায় ঠিক এমনই ঘটনা ঘটতে দেখা গেছে আরও অনেকেরই সঙ্গে! এই রকমই একটি ভিডিও ফুটেজ রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আসলে ঘটনাটি কী তা অবশ্য কিছুই উল্লেখ করা হয়নি। এটি আদতেও বানোয়াট কোনো কিছু কি না তা অবশ্য এখনও জানা যায়নি।
দেখুন সেই ভয়ংকর ভিডিওটি