দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব সহজেই আপনি পিসি কিংবা মোবাইলের কানেক্টেড হয়ে থাকা ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন। এই কাজটি আপনি কিভাবে করবেন? জেনে নিন আজ।
আপনার পিসি কিংবা মোবাইলে ওয়াইফাই কানেক্টেড কিন্তু পাসওয়ার্ড জানেন না। এখন আপনি ইচ্ছা করলে খুব সহজেই কানেক্টেড হয়ে থাকা ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে পারবেন। পিসি ব্যবহারকারীরা খুব সহজে এটি করতে পারবেন। কিন্তু মোবাইল ব্যবহারকারীরা সহজে করতে পারবেন না। এক্ষেত্রে আপনার এন্ড্রয়েড ফোন রুট করা লাগবে। এর জন্য আপনাকে যা যা করতে হবে:
পিসি কিংবা ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য:
ধাপ ১: আপনি যদি উইন্ডোজ ১০ ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে ওয়াইফাই লোগো তে ক্লিক করুন। এরপর “Network & Internet Settings” এ ক্লিক করুন।
ধাপ ২: “Change Adapter Options” এ ক্লিক করুন।
ধাপ ৩: “Wi-Fi” লোগো তে রাইট ক্লিক করুন এবং “Status” এ যান।
ধাপ ৪: “Wireless Properties” এ যান।
ধাপ ৫: “Security” ট্যাব এ যান। “Show characters” এ ক্লিক করলে আপনি উপরের বক্সে পাসওয়ার্ড দেখতে পারবেন।
এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য:
ধাপ ১: প্রথমেই বলে রাখি যারা রুট সম্পর্কে একেবারেই যানেননা তাদের জন্য এই টিউটরিয়াল নয়। রুট সম্পর্কে যানতে এখানে যান।
যাদের ফোন রুট করা আছে তারা “WiFi Key Recovery (needs root)” নামের এই অ্যাপটি প্লেস্টোর থেকে ইন্সটল করুন। অ্যাপ এর লিঙ্ক পেতে এখানে যান।
ধাপ ২: ইন্সটল হয়ে গেলে অ্যাপটি চালু করুন। এরপর রুট পারমিশন চাইলে অনুমতি দিন।
ধাপ ৩: এখন আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে কানেক্টেড থাকা ওয়াইফাইের পাসওয়ার্ড।