দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন কোনো প্রিন্টার বাজারে এলে বেশ সাড়া পড়ে যায়। কারণ হলো মোবাইল বা অন্যান্য পণ্যের মতো প্রিন্টার প্রতিদিন বাজারে আসে না। এবার স্মার্ট টেকনোলজিস বাজারে নতুন প্রিন্টার আনলো।
নতুন কোনো প্রিন্টার বাজারে এলে বেশ সাড়া পড়ে যায়। কারণ হলো মোবাইল বা অন্যান্য পণ্যের মতো প্রিন্টার প্রতিদিন বাজারে আসে না। এবার স্মার্ট টেকনোলজিস বাজারে নতুন প্রিন্টার আনলো।
স্মার্ট টেকনোলজিস এবার বাজারে এনেছে এই নতুন প্রিন্টার। এইচপি ব্র্যান্ডের এম১০০০ এবং ১০০০ডাব্লিউ মডেলের ‘নেভারস্টপ’ লেজার প্রিন্টারগুলোর দাম এম১০০০ মডেল ২৪ হাজার এবং ১০০০ডাব্লিউ মডেলের দাম ২৬ হাজার টাকা। জানা গেছে, এগুলো এইচপি ব্র্যান্ডের প্রথম ট্যাংক লেজার প্রিন্টার।
প্রিন্টার দুটিতে প্রাথমিক টোনার দিয়ে প্রতি মিনিটে ২০টি করে ৫ হাজারেরও বেশি পৃষ্ঠা প্রিন্ট করা যাবে। স্ট্যান্ডার্ড প্রিন্টিং নিয়ম অনুযায়ী এই প্রিন্টারগুলোতে মাত্র ৬৫ পয়সা খরচে প্রতি পৃষ্ঠা প্রিন্ট করা সম্ভব হবে।
প্রিন্টার দুটিতে ওয়াই-ফাই, ফ্রি অ্যাপস সুবিধাসহ আরও থাকছে ম্যানুয়াল ডুপ্লেক্স প্রিন্টিং ও এলইডি কন্ট্রোল প্যানেল।