দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘গুলশানের চামেলী’ নামে নতুন চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। এই চলচ্চিত্রে নায়িকা হিসেবে থাকছেন চিত্রনায়িকা ববি।
ইতিপূর্বে নির্মাতা জানিয়েছিলেন, ছবিটিতে নায়িকা হিসেবে নেওয়া হবে কোলকাতার স্বস্তিকা মুখার্জিকে। তারও আগে ছবিটির প্রযোজক জানান যে, ছবিটিতে জয়া আহসানকে নিয়ে ভাবা হচ্ছে। কথা হচ্ছে তার সঙ্গে।
তবে শেষ পর্যন্ত জয়া আহসান ও স্বস্তিকা কাওকেই ছবিটিতে নেওয়া হলোনা। অবশেষে ছবিটির নায়িকা হিসেবে ইয়ামিন হক ববির নামই ঘোষণা করলেন প্রযোজক।
নায়িকা ববির জন্মদিনে রাজধানীর একটি রেস্টোরেন্টে আয়োজন করে উদযাপন করা হয় তার জন্মদিন। সেখানেই জন্মদিনে বিশেষ উপহার হিসেবে প্রযোজক ইকবাল ‘গুলশানের চামেলি’ ববিকে উপহার দিয়েছেন। তিনি জানিয়েছে, চলচ্চিত্রটিতে নায়িকা হিসেবে ববিই অভিনয় করবেন।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদক ইকবালের উপহার পেয়ে আপ্লুত হয়ে পড়েছেন চিত্র নায়িকা ববি। সেই সঙ্গে উপস্থিত সবাই হাততালি নিয়ে অভিনন্দনও জানান ববিকে। পরে নিজের বক্তব্যে ইকবালকেও ধন্যবাদ জানিয়েছেন ববি।
ছবির গল্প একজন পতিতার জীবনের গল্প। যে বিনা অপরাধে শাস্তি পায়। এই ছবিতে কোনো নায়ক নেই। নায়িকা কেন্দ্রিক একটি গল্প গড়ে উঠেছে এই চলচ্চিত্রটিতে। বলা যায় একটি ব্যতিক্রমি চলচ্চিত্র উপহার দিতে চলেছেন নির্মাতা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।