দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এমন শিক্ষকও এই দুনিয়ায় বহাল তবিয়তে বসবাস করছেন! যা কখনও শোনা যায়নি তাই ঘটেছে এবার। টিউশন ফি দিতে না পারায় ছাত্রীকে বিয়ে করতে বাধ্য করলেন এক শিক্ষক!
আমরা সবাই জানি শিক্ষকের দায়িত্ব হলো শিক্ষার্থীদের সমাজের উপযুক্ত করে তোলা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বদায়িত্ব থাকে শিক্ষকের উপরে। ছাত্র-ছাত্রীরা যেনো জীবনে সঠিক পথটি বাছাই করতে পারেন সেই শিক্ষাই দিয়ে থাকেন একজন প্রকৃত শিক্ষক।
সম্প্রতি ভারতের একজন শিক্ষক এমন এক কাণ্ড ঘটিয়েছেন যে, যা নেটদুনিয়ায় শোরগোল পড়ে গেছে। একজন গরিব ছাত্রী শিক্ষকের টিউশন ফি দিতে না পারায় শিক্ষককে বিয়ে করে তাকে সেই মূল্য চোকাতে হয়েছে এবার।
ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় যে, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন শিক্ষক ও ছাত্রী। ছাত্রীর মাথা ভর্তি সিঁদুর। বুক ফুলিয়ে শিক্ষক জানাচ্ছেন তার কীর্তিময় এই কথা!
শিক্ষক বলছেন, ‘‘ও আমার কাছেই পড়তো। আমি কোচিং ক্লাস চালায়। দীর্ঘদিন ধরে ও টিউশন ফি দিতে পারছিলো না। টিউশন ফি দিতে না পারার জন্যই আমি ওকে বিয়ে করে নিয়েছি। এখন ও কেবল আমার ছাত্রীই নয়, স্ত্রীও বটে।’’
তবে ওই ভিডিওটি ভারতের কোন এলাকার ঘটনা তা অবশ্য জানা যায়নি। তবে একজন শিক্ষকের মানসিকতা যদি সত্যিই এমন হয়ে থাকে, তা হলে তা সমাজের জন্য চিন্তার বিষয় বলেও মতপ্রকাশ করেছেন নেটিজেনরা। তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।