দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিত্রনায়ক শাকিব খানের ভক্তরা সব সময়ই চাইতেন, তাকে দুর্দান্ত কোনো অ্যাকশন গল্প নির্ভর ছবিতে দেখার জন্য। ভক্তদের সেই চাওয়া এবার পূরণ করতে চলেছেন সুপারস্টার শাকিব খান।
শাকিব খান আগামীতে পুলিশি অ্যাকশন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। মারদাঙ্গা অ্যাকশন এবং পর্দায় চৌকস একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। তার অভিনীত এই ছবির নাম হবে ‘শের খান’। ছবিটি পরিচালনা করবেন সানী সানোয়ার, যিনি লিখেছেন ঢাকা অ্যাটাক ছবির কাহিনী। আর পরিচালনা করেছেন ‘মিশন এক্সট্রিম’।
জানা যায়, ‘শের খান’ নামটি ইতিমধ্যেই পরিচালক সমিতিতে এন্ট্রি করা হয়েছে। তবে শাকিবের বিপরীতে কে নায়িকা হিসেবে অভিনয় করবেন সেটি এখনও ঠিক হয়নি।
‘শের’ মানেই হলো বাঘ। আর তাই নামেই ইঙ্গিত দিচ্ছে, মারকাটারি অ্যাকশন ঘরানার ছবি হতে চলেছে ‘শের খান’। তবে ছবিটি সম্পর্কে এখনই কিছু বলেননি পরিচালক সানী সানোয়ার। এটুকুই জানিয়েছেন, চলতি মাসেই শাকিবকে নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। তখনই ছবি সম্পর্কে বিস্তারিত বলবেন।
জানা গেছে, ‘শের খান’ ছবিতে শাকিবকে নতুনভাবে উপস্থাপন করতে নানামাত্রিক পরিকল্পনা গ্রহণ করেছেন পরিচালক সানী। যা হতে পারে সত্যিই চমক! এই ছবিটি প্রযোজনা করবে কপ ক্রিয়েশন এবং শাকিব খান ফিল্মস। আগামী বছর যে কোনো উৎসবে মুক্তি পেতে পারে এই নতুন চলচ্চিত্র ‘শের খান।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।