দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোলকাতার সুপারস্টার জিৎ তার জন্মদিন উপলক্ষে নতুন ছবির ঘোষণা দিলেন। তিনি জানিয়েছেন, তার প্রযোজিত এবং অভিনীত নতুন ছবির নাম ‘মানুষ’। আর এই ছবির পরিচালক বাংলাদেশের সঞ্জয়।
এবার চমকপ্রদ খবর হলো, জিতের নতুন এই ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার। যিনি গত চার বছরে বেশকিছু নাটক এবং ওটিটি কনটেন্ট খ্যাতি পেয়েছেন।
তার প্রশংসিত কাজগুলোর মধ্যে রয়েছে- ‘ট্রল’, ‘গেইম ওভার’, ‘অমানুষ’, ‘যে শহরে টাকা ওড়ে’, ‘পলিটিক্স’, ‘দাগ’ ইত্যাদি।
সমদ্দার সবসময়ই চাইতেন ছোট পর্দার পর সিনেমা নির্মাণের। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় বলেছিলেন, আমি বড় পর্দাতে নিয়মিত হতে চাই। একবার বড় পর্দায় কাজ শুরু করলে আমি আর পিছনে ফিরতে চাই না। সিনেমা নির্মাণকে জীবনের আশ্রয়স্থল হিসেবে দেখতে চাই।
জিতের ফ্যান পেজ থেকে ঘোষণা আসার পর কোলকাতা থেকে পরিচালক সঞ্জয় সমদ্দার একটি সংবাদ মাধ্যমকে বলেন, জিৎ দাদা নিজেই এই ছবিটি প্রযোজনা করবেন। আগামী বছর ঈদুল আযহায় মুক্তির টার্গেট করে ‘মানুষ’ নির্মাণ করা হবে। ডিসেম্বরেই শুটিংয়ে নামার পরিকল্পনা রয়েছে।
নতুন এই চলচ্চিত্র ‘মানুষ’ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। বাংলাদেশেও মুক্তি পাবে কিনা সেটি চূড়ান্ত করেননি সঞ্জয়। বলেছেন, একবছর আগে ঢাকা থেকে কোলকাতায় এসে একটি ইভেন্টে তার (জিৎ) সঙ্গে পরিচয় ঘটে। জানাই, আপনাকে আমি একটি গল্প শোনাতে চাই। অবশ্য তিনি আমাকে পরে সময় দেন। সবকিছু শুনে পছন্দও করেন। গল্প, চিত্রনাট্য ও প্ল্যান শুনে বেশ ইমপ্রেসড হন। আমাকে কোলকাতায় ডাকেন। পরে নিজেই প্রযোজক হয়েছেন।
‘মানুষ’ ছবির নায়িকা কে হবেন তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন সঞ্জয়। তিনি বলেছেন, নায়িকা লক হয়নি। ওটা পরে ঘোষণা করা হবে। ফেইথ, ফাইট ও রিয়েলিটি এই ৩টি বিষয়ই উঠে আসবে ‘মানুষ’ চলচ্চিত্রটিতে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।