দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসছে ঈদে মুক্তি পাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘জ্বীন’। ৮ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
প্রচারের প্রথম দিনেই চমকপ্রদ এক ঘোষণা দেওয়া হয়েছে জাজের পক্ষ থেকে। এক চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে দর্শকদের উদ্দেশ্যে।
এই বিষয়ে জাজ জানিয়েছে,“আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। হয়েছে ছাত্রদের সঙ্গে আলোচনা। সেখানে সব ছাত্রদের উদ্দেশে ঘোষণা দেওয়া হলো, কেও একা একটি হলে বসে জ্বীন সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে, তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে! সেখানে কেও রাজি হয়নি আপনি কি পারবেন জ্বীন সিনেমাটি একা দেখতে, অর্থাৎ সম্পূর্ণ হলে আপনি একা? যদি পারেন তাহলেই জানান। আমরা রেডি।”
দর্শকের উদ্দেশে এমন চ্যালেঞ্জ দিয়ে কিছু শর্তও যুক্ত করেছে জাজ মাল্টিমিডিয়া।
শর্তগুলোতে লেখা রয়েছে :
১। ভয়ের কারণে কোন দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া কিংবা হল কর্তৃপক্ষ দায়ী নয়
২। হলের বাহিরে একটি এম্বুলেস থাকবে
৩। যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন, তাহলে আপনাকে হলের ভাড়া এবং এম্বুলেন্স ভাড়া দিতে হবে
৪। যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন, আপনাকে কোনো কিছুই দিতে হবে না, জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদ ১ লক্ষ টাকা দেবে, এবং কোক নাস্তা খাওয়াবে কিংবা দিয়ে দিবে।
বাংলাদেশের চলচ্চিত্রের প্রেক্ষাপট বিচারে একদম ভিন্ন ধাঁচের সিনেমা হতে যাচ্ছে এই ‘জ্বীন’, এমনটাই জানিয়েেছেন এই ছবির পরিচালক নাদের চৌধুরী। এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা আব্দুন নূর সজল ও হালের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। শুধু তা-ই নয়, এই সিনেমায় রয়েছে আরেক তারকা জুটি রোশান এবং মুন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।