দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের সিনেমা বানানোর ঘোষণা দিলেন নির্মাতা অনন্য মামুন। তিনি জানিয়েছেন, ‘৬ মাস ধরে গল্প লেখার কাজ চলছে। ভারতের সাথে কো-প্রোডাকশন (যৌথ প্রযোজনা) হচ্ছে।
এই চলচ্চিত্রে শাকিব খান হিরো। হিরোইন বলিউড থেকে নেওয়া হচ্ছে। ৩০ সেপ্টেম্বর শুটিং শুরু হবে ভারতের বেনারস থেকে।’
শনিবার এক ফেসবুক পোস্টে মামুন স্পষ্ট করে বলেছেন আসন্ন সিনেমায় গান গাইতে চলেছেন ‘প্রিয় শিল্পী’ অরিজিৎ সিং। এই নির্মাতা লেখেন যে- ‘সিনেমায় একটা মাত্র রোমান্টিক সং, আমারও একমাত্র পছন্দের শিল্পী হলেন অরিজিৎ সিং’।
কোন ছবির গান তা স্পষ্টভাবে না লিখলেও এই মুহূর্তে মামুন শাকিবকে নিয়ে যৌথ প্রযোজনার ছবি নির্মাণ করছেন। সদ্যই আনুষ্ঠানিকভাবে সেই কথা জানিয়েছেন তিনি।
অনন্য মামুনের সেই পোস্টে এক শাকিবভক্ত মন্তব্য করে জানতে চেয়েছেন কবে থেকে শুরু হবে সিনেমাটির শুটিং? তার জবাবে এই নির্মাতা জানিয়েছেন যে, ১০ সেপ্টেম্বর হতে।
বর্তমানে ঈদুল আজহার ছবি ‘প্রিয়তমা’র শুটিং এ ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। এই ব্যস্ততা গেলেই তার সঙ্গে লিখিত চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন মামুন। তিনি বলেছেন, মৌখিকভাবে সবকিছুই চূড়ান্ত। ভাই (শাকিব খান) তার ‘প্রিয়তমা’ শেষ করে ফ্রি হলেই আমরা একদিন বসে সাইনিং সম্পন্ন করবো।
জানা যায়, এই সিনেমার জন্য ইতিমধ্যেই বলিউডের নেহা শর্মা এবং রিয়া চক্রবর্তীর সঙ্গে কথাবার্তাও চলছে। তাদের কাওকে জুটি বাধতে দেখা যেতে পারে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।