The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মোমবাতি এবং মাটির টব দিয়ে তৈরি করুন সাশ্রয়ী রুম হিটার

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ সামনে আসছে শীত কাল অনেকের রুম হিটার কেনার অবস্থা নেই, আবার রুম হিটার দামে যেমন বেশি এতে বিদ্যুৎ ও তেমন বেশি লাগে কিন্তু আপনি চাইলে ৫০ থেকে ১০০ টাকার মাঝেই আপনার রুম হিটার তৈরি করে নিতে পারেন।


Heat-Your-Home-Using-Tealights-Flowerpots

সামনেই শীত কাল আর আমাদের দেশে শীতকেলে প্রচুর শীত পড়ে। আর শীত কালে নিজের পড়ার রুম কিংবা ঘুমানোর রুমটি যদি খুব সহজে সাশ্রয়ী দামে গরম রাখা যায় তবে বিষয়টি মন্দ হয়না।

আমরা আজ মোম বাতির সামান্য তাপকে এক সাথে জড়ো করে এবং মাটির টব ব্যবহার করে একটি এক বা দুই জনের রুমকে কিভাবে গরম রাখা যাবে তা দেখব।

সাশ্রয়ী রুম হিটার বানাতে যা যা আপনার লাগবেঃ

  • চারটি মোম বতি
  • একটি মোম বাতি রাখার পাত্র
  • দুটি মাটির টব ( একটি ছোট অন্যটি ছোট টবের এর দিগুন বড় )

প্রথমেই আপনাকে চার’টি মোমবাতি নিতে হবে, এক্ষেত্রে খোলা মোমবাতি না নিয়ে গ্লাসে বসানো মোমবাতি নিলে ভালো হয়। এগুলো প্রতিটি টানা প্রায় ৪ ঘন্টা জ্বলে। আপনি সুপার স্টোর সমূহে এ ধরণের মোম বাতি পাবেন।

এবার একটি বক্স আকৃতির কোন পাত্রে চারটি মোম রেখে তাতে আগুন দিন। এবার ছোট আকৃতির টব ঐ জ্বলন্ত মোমের উপরে উপুড় করে বসান, খেয়াল রাখবেন এমন ভাবে বসাবেন যাতে নিচের দিকে তাপ বেরিয়ে আসার জন্য পর্যাপ্ত খালি পথ থাকে। এখন ছোট টব টি উপুড় করে রাখার পরে এতে থাকা গোল ছিদ্র হালকা কিছু একটা দিয়ে বুজে দিন। এর পরে বড় টব টি নিন এবং একই ভাবে ছোট টবের উপর বসিয়ে দিন। এবার দেখা যাবে বড় টবটি দিয়ে ছোট টব সম্পূর্ণ ঢেকে গেছে এবং এর নিচের অংশ দিয়ে খালি যায়গা থাকবে সেখান দিয়ে ছোট টব মোমের তৈরি করা গরম তাপে ধ্রুত গরম হয়ে হয়ে উঠে তাপ নির্গত করবে। এভাবে আপনার রুম টি দ্রুত সহনীয় পর্যায়ের গরম হয়ে উঠবে।

এবার চুলুন নিচের ভিডিও’তে দেখি নিই সাশ্রয়ী রুম হিটার কি ভাবে কাজ করবেঃ

http://youtu.be/brHqBcZqNzE

এভাবে প্রতিদিন সন্ধার পর থেকে আপনার রুমটি উষ্ণ রাখতে মাত্র ৪টি মোম বাতি প্রয়োজন হবে। যা একটি অতিমূল্যের রুম হিটার থেকে সামান্য খরচ মাত্র।

আরও প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল জানতে ঢাকা টাইমসের সাথেই থাকুন এবং এই টিউটোরিয়াল ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।
সূত্রঃ দিটেকজার্নাল

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...