দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ সম্প্রতি ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফূন হাইয়ান, ফলে সেখানকার জেলে জলোচ্ছ্বাসের পানি এসে গেলে জেল থেকে প্রায় ৬০০ হাজতি পালিয়ে যায় কিন্তু এসব পালিয়ে যাওয়া কয়েদিদের মাঝে ২৫১ জন কয়েদি আবার জেলে ফিরে আসে।
ফিলিপাইনের হাইয়ানের আঘাতে অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে সেখানে বেশ কয়েটি শহর ধ্বংসস্থুপে পরিণত হয়েছে। ঝড়ো হাওয়া এবং সাথে জলোচ্ছ্বাস পালো অঞ্চলের জেল খানা ভাসিয়ে নিয়ে যায় এবং সেখানকার প্রায় ৬০০ হাজতি সাঁতার কেটে জেল থেকে পালিয়ে প্রান বাঁচায় তবে এর মাঝে অর্ধেকের বেশি কয়েদি আবার জেলে ফিরে এসেছেন।
ফিরে আসা কয়েদিদের সাথে কথা বলে জানা গেছে তাঁদের একটাই উদ্দেশ্য ছিল ঐ সময় ঝড়ের মাঝে নিজেদের জীবন রক্ষা করা এবং সেখান থেকে বেঁচে তারা নিজ পরিবারের কাছে গিয়েছেন এবং সেখানে বিপদে পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের প্রশ্ন করা হলে তারা জানান আমরা ঝড়ে আমাদের জীবন বাঁচাতেই ঐ সময় পালিয়ে গিয়েছিলাম কিন্তু আমরা এমনিতে পালিয়ে থাকতে চাইনা, পালিয়ে যেয়ে নিজেদের ভবিষ্যৎ জীবন পালাতক আসামী হিসেবেও কাটাতে চাইনা।
এদিকে জেল কর্তৃপক্ষ জানিয়েছে এসব পালাতক আসামীর মাঝে অনেকেই ছিলেন খুনের মামলা সহ আরও অনেক গুরতর অভিযোগে অভিযুক্ত। সুতরাং এসব আসামী জেল থেকে পালিয়ে যাওয়াতে প্রশাসন অনেকটাই উদ্বিগ্ন ছিল।
একজন আসামী নিজের বিষয়ে মিডিয়াকে জানায়, “আমি জানি আমার অপরাধের জন্য বিচারে আমি কোন সাজা পাবোনা কারণ আমি নির্দোষ সুতরাং জেল থেকে পালিয়ে দোষী হতে চাইনা, আইনের মাধ্যমেই নির্দোষ হয়ে পরিবারের কাছে ফিরে যেতে চাই।”
সূত্রঃ Ninemsn