দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ আমরা প্রতিদিন আমাদের নিত্য বিভিন্ন কাজে নিজেদের সময় ব্যয় করি কিন্তু অনেক গুরুত্বর ঘটনার মাঝে কিছু ক্ষুদ্র ঘটনা রয়েছে যা আমাদের অনেক উজ্জীবিত করে আজ সেরকম কিছু ঘটনার কথাই এই প্রতিবেদনে উঠে এসেছে।
১। লাইন এড়িয়ে যেতে পারাঃ
বিশাল লাইন, আপনি সবার পেছনে তো এত লম্বা লাইন দেখে হতাশ হয়ে গেলেন কিন্তু যদি আপনি এই লাইন এড়িয়ে সবার আগেই কাজ সেরে ফেলতে পারেন তবে আপনার থেকে খুশী আর কে হবে বলুন?
২। পাওনা থেকে বেশি পেলেঃ
অনেক সময় অনেকেই আছেন যারা কিছু কিনে বিনিময়ে মূল্য দিলেন কিন্তু ফেরৎ পেলেন পাওনা মূল্য থেকে একটু বেশি! তাৎক্ষণিক অনেকেই বিষয়টা চেপে গিয়ে ভেতরে ভেতরে আহ্ললাদিত হয়ে পড়েন!
৩। ট্রাফিক জ্যাম এড়াতে পেরেঃ
সারা শহর জুড়ে ট্রাফিক জ্যাম কিন্তু একবার ভাবুন কিভাবে এড়াবেন? আপনার অনেক জুরুরি কাজ পড়ে আছে আপনাকে যে সময় মত পৌছতে হবেই! হঠাৎ একটি শটকাট রাস্তা পেলেন এবং এড়িয়ে গেলেন ট্রাফিক জ্যাম! নিশ্চিত তাৎক্ষণিক বিষয়টিতে আপনার থেকে খুশী আর কেউ হবেনা!
৪। যখন আপনার সামনের সিটে কেউ নেইঃ
অনেক ক্ষেত্রে বিভিন্ন অনুষ্ঠানে কিংবা সিনেমা হলে আপনার সামনের আসনে যদি কেউ না বসে অর্থাৎ খালি থাকে তবে বিষয়টি আপনি নিশ্চিত অনেক উপভোগ করবেন! সামনের সিটে কেউ না থাকাতে আপনার পা এলিয়ে বসাটা অনেক আনন্দ দায়ক বিষয় হবে আপনার কাছে।
৫। গাড়ির জন্য উপযুক্ত পার্কিং পাওয়াঃ
যাদের গাড়ি আছে তারাই এই বিষয়টি বুঝবেন! গাড়ি পার্ককরা নিয়ে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয় সব সময়। কিন্তু কথাও গিয়ে যদি প্রথমেই পেয়ে যায় যুৎসই কোন পার্কিং লট তবে আপনি তাৎক্ষণিক আনন্দে আত্মহারা নিশ্চয় হবেন।
৬। দেরিতে উঠেও তাড়াতাড়ি পৌঁছেঃ
আপনি দেরিতে ঘুম থেকে উঠা কিংবা ব্র্যাকফাস্ট করার পরও যদি পার্টি কিংবা মিটিংয়ে অন্যদের থেকে আগে পৌঁছে যান তবে অবশ্যই বিষয়টি আপনাকে আনন্দ দিবেই।
৭। অফিস থেকে তাড়াতাড়ি ছুটি পাওয়াঃ
অফিস থেকে একটু তাড়াতাড়ি ছাড়া পেলে অনেকেই খুশীতে গদগদ হয়ে পড়েন। কিন্তু এই খুশী বেশীক্ষণ স্থায়ী হয়না কারণ পরদিন তো আবার সেই রুটিন কাজ! যাই হোক এই বিষয়ে খুশী তো আপনি সাময়িক হন বটে।
৮। হঠাৎ রাস্তায় টাকা পেলেঃ
আপনি হাঁটছেন হঠাৎ চোখে পড়ল রাস্তায় পড়ে আছে কিছু টাকা! বিষয়টি আপনাকে তাৎক্ষণিক আনন্দিত করবেই!
৯। রাতে সময় মত ঘুম পেলেঃ
বর্তমান কর্ম ব্যস্ত সময়ে খুব কম মানুষ পাওয়া যাবে যারা ঘুম সংক্রান্ত জটিলতায় ভোগেন না। কিন্তু রাতে বিছানায় এলিয়ে পড়লেই যদি ঘুম এসে যায় তবে বিষয়টি সবার কাছেই আনন্দের বটে।
১০। ফ্রিতে প্রথম শ্রেণীর সেবা পেলেঃ
আপনি যদি ফ্রিতেই পেয়ে যান কোন প্রথম শ্রেণীর বিমান, গ্যালারী কিংবা এ জাতীয় কোন ইভেন্টের টিকেট তবে বিষয়টি আপনাকে অনেক বেশি আনন্দিত করবেই।
সূত্রঃ Buzzfeed