দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাল ভোরে শেষ হওয়ার কথা থাকলেও আবারও অবরোধের সময়-সীমা বাড়ানো হয়েছে। শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে অবরোধ।
আজ সোমবার দুপুরে সংবাদ মাধ্যমকে দেওয়া এক ভিডিও বার্তায় কর্মসূচি বাড়ানোর ঘোষণা দেন বিএনপির মুখপাত্র, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।
ওই ভিডিও বার্তায় বলা হয়, ঘোষিত তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও অবিলম্বে দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলের ডাকা অবরোধ শুক্রবার ১৩ ডিসেম্বর ভোর ৭টা পর্যন্ত বাড়ানো হয়েছে। সকলকে এই অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য আহ্বান জানানো হয়েছে।
সিরাজগঞ্জে কিশোর নিহত
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচির তৃতীয় দিন আজ সোমবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি বাজার ও খোকশাবাড়ি নামক স্থানে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের দফায় দফায় ব্যাপক সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। সদর উপজেলার বহুলি বাজার এলাকায় সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে অজ্ঞাত পরিচয়ের প্রতিবন্ধী এক শিশু (১১) নিহত হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
উল্লেখ্য, তফসিল বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আন্দোলন করছে। এ সপ্তাহে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ ও পরে রবিবার ও সোমবার পৃথকভাবে সকাল-সন্ধ্যা হরতাল যুক্ত করা হয়।