দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার পার্থে বসবাসকারি দুই যমজ বোন আনা ও লুসির ভালোলাগা মন্দলাগা এমনকি শরীরের আকার আকৃতিও একই। তারা দুইজন দুইজনের একই রূপ তৈরি করতে কসমেটিক্স সার্জারি করেছেন।
আনা ও লুসি যদিও জন্মথেকে একই রকম দেখতে যমজ, তাদের চেহারার এতোটাই মিল যে তাদের আলাদা ভাবে কেবল তাদের মা চিনতে পারতেন। তাদের বাবাও তাদের আলাদা করে চিনতেন না। তবে খুব মিল থাকার পরেও দুই বোন নিজেদের এতোই ভালোবাসেন যে একে অপরের মত শরীরের গড়ন এবং ঠোঁটের আকৃতি পরিবর্তন করতে প্রায় দেড় লাখ ডলার ব্যয় করে কসমেটিক্স সার্জারি করিয়েছেন।
তারা দুজন দুজনকে ভিন্ন মানুষ না ভেবে একই স্বত্বা ভাবতে বেশি পছন্দ করেন। তারা একই খাটে ঘুমান, একই ফেসবুক আইডি ব্যবহার করেন, একই গাড়ি ব্যবহার করেন এবং তাদের বয় ফ্রেন্ডও একজন! দুই জনের বয়স এখন ২৮ বছর।
আনা বলেন, আমরা দুই বোন মনে করি আমরা দুইজন একই স্বত্বা, ফলে আমাদের সব কিছুই এক থাকবে, আমাদের দুইজনের পছন্দ থেকে শুরু করে খাবার। এ মুহূর্তে আমরা একজন ছেলের সঙ্গেই ডেটিং করছি। আমাদের সম্পর্কের মাঝে শুধু আমরা তিনজনই রয়েছি।”
আনা আরও বলেন, “আমরা যাই ব্যবহার করব দুজনে একই জিনিস ব্যবহার করব, আমাদের দুজনার মাঝে আলাদা বলে কিছুই নেই।”
এদিকে লুসি বলেন, “আমরা যখন বাইরে যাই, আমাদের অনেক মানুষ বিয়ের প্রস্তাব দেয়। অনেকেই চায় এক সাথে দুজন গার্ল ফ্রেন্ড। তবে আমরা তার সাথেই ডেটিং করব যাকে আমাদের দুজনের পছন্দ।”
লুসি এবং আনা কখনও একে অপর থেকে দূরে যায়না, তারা একই প্রতিষ্ঠানে চাকরি করেন এবং একে অপর থেকে জরুরী কোনও কাজে এক মিনিটের জন্য আলাদা হন।
ভিডিও
http://youtu.be/OzQ_c0forJY
সূত্রঃ নিউইয়র্কডেইলিনিউজ