দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েডের ফোন ব্যবহারকারীদের জন্য সবচেয়ে ঝামেলার বিষয় হচ্ছে এতে অতিরিক্ত নেট ব্যবহার হয়। আপনি না চাইলেও কিংবা কোন ডাটা ব্যবহার না করলেও এক সপ্তাহে দেখতে পাবেন আপনার লিমিটেড ইন্টারনেট প্যাকেজের ৫০০-১০০০ মেগাবাইট ডাটা খরচ হয়ে গেছে! আজ আমরা জানবো ঠিক কিভাবে একটি সাধারণ অ্যাপ ব্যবহার করে আপনি আপনার ফোনের অতিরিক্ত নেট ব্যবহার বন্ধ করে দিতে পারবেন।
মূলত অ্যান্ড্রয়েডের ফোন ব্যবহারকারীদের বাড়তি ডাটা ব্যবহারের ফলে দুটি সমস্যায় পড়তে হয়। একটি হচ্ছে বাড়তি নেট ব্যয় এবং অন্যটি হচ্ছে ব্যটারি ব্যাকআপ কমে যাওয়া। তবে আপনি যদি ইন্টারনেট কিংবা বাড়তি ডাটা ব্যবহারের ফলে খরচ এবং ব্যাটারি লাইফ উভই বাঁচাতে চান তবে আপনি ড্রয়েডওয়াল নামের দারুণ একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন।
ড্রয়েডওয়াল হচ্ছে আন্ড্রয়েডের জন্য একটি ফায়ারওয়াল সফটওয়্যার। আরও অন্যান্য ফায়ারওয়াল থাকলেও এটি সবচেয়ে ছোট বলে ব্যবহার সহজ। তবে এটি ব্যবহার করতে হলে আপনার ডিভাইস অবশ্যই রুট করা থাকতে হবে। একবার সেট করে পরে আর না চালালেও চলবে এবং এটি অযথা র্যাম দখল করবে না। আবার চাইলে এক ক্লিকে ফায়ারওয়াল বন্ধ করেও দেয়া যাবে।
আপনার ডিভাইস যদি রুট করা থাকে তবে প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে ড্রয়েডওয়াল ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
ড্রয়েডওয়াল ব্যবহার করতে প্রথমে অ্যাপ্লিকেশনটি ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে ওপেন করুন। ওপেন করলেই নিচের চিত্রের মতো একটি পেইজ দেখাবে। মেনু চেপে ফায়ারওয়াল ডিজেবল্ডে ক্লিক করুন।
এবার একটি সুপারইউজার রিকুয়েস্ট আসবে। সুপারইউজার রিকোয়েস্ট অ্যালাউ করুন।
এবার আপনি নিচের ছবির মত অংশে যেসব অ্যাপ্লিকেশনে ডাটা ব্যবহার করতে চান সেগুলোর সামনের বক্সগুলোতে টিক দিন।
এবার মেনু চেপে অ্যাপ্লাই রুলস-এ চাপুন। ব্যস হয়ে গেল! এরপর থেকে আপনার টিক দেয়া অ্যাপ্লিকেশনগুলো ছাড়া আর কোনও অ্যাপ ডাটা.ব্যবহার করতে পারবে না।
এবার আপনি আপনার ইচ্ছে মত অ্যাপ সমূহের ডাটা ইউজ এক্সেস মনিটরিং করতে পারবেন, প্রয়োজনে তাদের ইন্টারনেটে সংযুক্ত করা কিংবা সংযোগ বন্ধ রাখা সহ সকল কাজ করতে পারবেন। এতে নিশ্চিত ভাবে আপনার ডাটা সেভিংস এর পাশাপাশি ব্যাটারি লাইফ অনেক বেশি হবে আগের চেয়ে।
সূত্রঃ ড্রয়েডওয়াল