দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং স্মার্টফোনের ক্যামেরা উন্নতকরণ শুরু করেছে অনেক আগে। তার ধারাবাহিকতায় গত বছর গ্যালাক্সি S4 জুম এ দিয়েছিল উচ্চমানের ক্যামেরা। সম্প্রতি স্যামসাং Galaxy K Zoom মডেলের স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এতে থাকবে ২০.৭ মেগাপিক্সেলের ক্যামেরা যা 10x জুম করা যাবে।
Galaxy K Zoom এর ‘K’ হচ্ছে ক্যামেরার জন্য। অর্থাৎ ছবি তোলার জন্যই এই সেট বিশেষ ভাবে বানানো হয়েছে। এটি অবশ্য অনেকটা Galaxy S5 এর মতই। এর একপাশে ফোন এবং অন্যপাশে ক্যামেরা। এতে থাকবে ৪.৮ ইঞ্চি HD ডিসপ্লে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড কিটক্যাট।
ক্যামেরা ফোন হিসেবে এতে থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজার যার কাজ হচ্ছে কম আলোতে ছবি তুলতে সহায়তা করা এবং নড়াচড়ায় ছবি স্থির করা। এতে লেডের ফ্ল্যাশের বদলে জেনন ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে। ফলে আগের চেয়ে অনেক বেশি প্রাকৃতিক আলো পাওয়া যাবে।
এই সেটে অটো ফোকাস এবং অটো এক্সপোসার আলাদা করা হয়েছে। যা ছবির আলোর ভারসাম্য এবং স্পষ্টতা আনবে। এতে আছে সেলফি এলার্ম যা দ্বারা সময় সেট করে ছবি তোলা যাবে। সেটটি পাওয়া যাবে সাদা, কাল এবং নীল রঙে।
এখন পর্যন্ত Galaxy K Zoom এর দাম জানা যায়নি। এমনকি কখন নাগাদ এটি বাজারে ছাড়া হবে তাও গোপন। তাই কিনতে চাইলে অপেক্ষা ছাড়া গতি নেই।
Galaxy K Zoom এর অফিসিয়াল বিজ্ঞাপন দেখুন:
http://youtu.be/S6pdF6pgeeo
সূত্রঃ thenextweb