দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুগযুগ ধরে পশু, পাখি ও পোকা বাঁচার জন্য ছদ্মবেশ নিয়েছে। অবাক হচ্ছেন? সত্যিই তাই। লুকিয়ে থাকার প্রয়োজনে এরা এমন এমন বেশ ধারণ করে, খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়ে। নিরাপত্তার জন্যই প্রকৃতি এদের এমন করে তৈরি করেছে।
এখানে সব কিন্তু শুকনো পাতা নয়। একটি চারপেয়ে আছে কিনা দেখুন…
আপনাদের জন্য কিছু বিস্ময়কর ছবি দেওয়া হল। প্রথমে হয়ত দেখে ভাববেন, এ আর এমন কি? বিস্মিত হওয়ার মত কিছুই নেই। আপনাকে বলব, আবার দেখুন। ছবিগুলো আপনাকে অভিভূত করবেই।
পাথরগুলোর সাথে মিশে আছে কিছু?
কুকুরের পিঠে বানর
গাছের বাকলে খুব ভাল করে খেয়াল করে দেখুন…একটি মাকড়সা
এখানে আছে একটি পোকা। পা না থাকলে হয়ত দেখাই যেত না।
দুটোই কি ফুল? তার সাথে কিছু আছে?
পাতার রঙের সাথে কি অদ্ভুদ ভাবে মিলে গেছে, দেখেছেন?
এটি একটি প্রজাপতি…
ভাল করে খুঁজে দেখলে একটি মাছ দেখতে পাবেন…
এখানে সব কিন্তু পাতা নয়…
এটি একটি ব্যাঙ
ভাল করে দেখুন, এটিও ব্যাঙ
গাছের সাথে মিশে আছে একটি বড় পাখি…
অক্টোপাস
কাঁকড়া
রঙ্গিন মাছ
আরেকটি ব্যাঙ
পাতার সাথে মিশে আছে লম্বা একটি পোকা
সূত্রঃ Viralnova