দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের সান্তাক্রুজ শহরের ৩৯ বছর বয়স্ক এক মহিলা কোমাতে থাকা অবস্থায় একটি সুস্থ শিশুর জন্ম দিয়েছেন। মহিলাটি প্রায় ১০ সপ্তাহ জুড়ে কোমায় পড়ে আছেন। গত বৃহস্পতিবার সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।
মেলিসা স্কারলেট নামের এই ৩৯ বছর বয়স্ক মহিলাটি চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সেমিকোমাটেজ অবস্থায় রয়েছেন। বৃহস্পতিবার রাতে ১০.৫৬ মিনিটে সিজারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। শিশুটির নাম রাখা হয় নাথানিয়েল লিন্ডে। শিশুটি বেশ সুস্থ, স্বাস্থ্যবান, শিশুটির ওজন ৫ পাউন্ড ৯ আউন্স। শিশুটির বাবা শিশুটির জন্ম প্রসঙ্গে বলেন, আমি খুবই খুশি একটি সুস্থ শিশু পাওয়াতে। এটি বলতে গেলে একরাশ দুঃখের মাঝে একটুখানি সুখ।
কেননা শিশুটির মা এখনো কোমা থেকে জেগে উঠতে পারেনি। এর কয়েকমাস আগে স্কারলেটের স্বামী ব্রায়ান লিন্ডে চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, যখন তার স্ত্রীর মস্তিস্ক থেকে একটি টিউমারকে সরানো হয়েছিল। এরপর থেকে তার স্ত্রী কোমা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১০ সপ্তাহ ধরে তার স্ত্রীর হার্টবিট হচ্ছে। কিন্তু তিনি কোন ধরণের ব্যথা অনুভব করছেন না। তার স্বামীর আশা যে, স্কারলেট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তার শিশুর হাসিমুখ দেখতে পাবেন। কিন্তু পূর্বাভাস বলছে তা প্রায় অনিশ্চিত।
তার স্বামী আরো বলেন, স্কারলেট একটি চমৎকার চাকরি করতো। সে তার অন্য শিশুটির জন্য অনেক বেশি অধীর আগ্রহে অপেক্ষা করছিলো। আমি তাকে খুব মিস করছি। তার শিশুটিও তাকে খুব মিস করছে। স্কারলেটের এই চিকিৎসা ব্যয় চালানোর জন্য একটি ফেসবুক কমিউনিটি পেজ সাহায্য করছে।
তথ্যসূত্রঃ এনবিসিনিউজ