দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়ােইয়ে মেতেছে জাপান ও গ্রীস। এবারের বিশ্বকাপে গ্রীস বেশ ভালো জায়গা করে নিয়েছে। আজকের খেলায় নির্ধারণ হবে তাদের ভবিষ্যত। দেখতে থাকুন খেলা। দি ঢাকা টাইমস্ এর সরাসরি খেলা দেখুন।
বিশ্বকাপের খেলা ফ্রি সরাসরি দেখুন – DhakaTimes.com.bd/go/live
মোবাইলে দেখতে ডাউনলোড করুন ফ্রিতে
Android App – http://goo.gl/zB6BCf
iOS App – http://goo.gl/7iEsvV
Windows Phone – https://thedhakatimes.com/go/
NokiaX – http://store.nokia.com/
আগের খেলাতে গ্রীস হেরেছিল কলাম্বিয়ার সঙ্গে ০-৩ গোলে। আবার জাপানও হেরেছে আইভরিকোষ্টের সঙ্গে ১-২ গোলে। তাই উভয় দলকেই জেতার মনোভাব নিয়ে খেলতে হবে।
জাপান:
নিকনেম: সামুরাই ব্লু
অধিনায়ক: মাকোতো হাসেবে
কোচ: আলবার্তো জাক্কেরোনি
সম্ভাব্য একাদশ:
এইজি কাওয়াশিমা, আতসুতো উচিদা, মায়া ইয়োশিদা, ইয়াসুয়ুকি কোন্নো, ইয়াসুহিতো এনডো, ইয়োতো নাগাতমো, মাকোতো হাসেবে, কেইসুকে হোন্ডা, শিনজি ওকাজাকি, শিনজি কাগাওয়া, ইয়োয়া ওসাকো।
গ্রিস:
নিকনেম: স্কাই ব্লু-হোয়াইট
অধিনায়ক: ইয়োরগোস কারাগোনিস
কোচ: দিমিত্রিস সালপিনগিদিস
সম্ভাব্য একাদশ:
ওরেস্টিস কারমেজিস, ভাসিলিস তোরোসিদিস, কোস্তাস মানোলাস, সক্রাতিস পাপাস্থোপুলোস, আলেক্সান্তেন্দ্রোস, হোজি হুলাবাস, ইয়োরগোস কারাগোনিস, ইয়ানিস মাইনিয়াতিস, কোস্তাস মিত্রোগ্লো, ইয়ুরগোস সামাইরাস, দিমিত্রিস সালপিনগিদিস।