দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিতর্কিত লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়েছে। অপসারণ সংক্রান্ত ফাইলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সই করার পর আজ রবিবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।
বিতর্কিত লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা হতে অপসারণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে অপসারণ সংক্রান্ত ফাইলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সই করার পর মন্ত্রিপরিষদ বিভাগ এই প্রজ্ঞাপন জারি করে।
উল্লেখ্য, আবদুল লতিফ সিদ্দিকী গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্রের টাঙ্গাইল জেলা সমিতির মতবিনিময় অনুষ্ঠানে ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ পবিত্র হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে তথ্যপ্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করেন। বিষয়টি নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রিপরিষদ থেকে নিজে পদত্যাগ না করলে অপসারণ করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। রাষ্ট্রপতি দেশের বাইরে থাকায় এতোদিন বিষয়টি ঝুলে ছিল।