দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘের দুই মানবাধিকার বিশেষজ্ঞ।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের দুই মানবাধিকার বিশেষজ্ঞ। জেভেনা হতে দেওয়া এক বিবৃতিতে হত্যাকাণ্ড সংক্রান্ত জাতিসংঘের বিশেষ তদন্ত প্রতিবেদক ত্রিস্টফ হেইন্স, বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক গ্যাব্রিয়েলা নাউল এই আহ্বান জানান। ‘যত দ্রুত সম্ভব কামারুজ্জামানের ফাঁসি দেওয়া হবে’ এই খবরের উদ্বেগ প্রকাশ করেন তারা।
উল্লেখ্য, ২০১৩ সালের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে মোহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। এবছরের ৩ নভেম্বর চূড়ান্ত রায়ে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। এরপর সরকার ফাঁসি কার্যকরের সকল প্রস্তুতি নিয়েছে।