দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এখন প্রেম ছাড়া মনে হয় দুনিয়া অচল। তাই নাটক সিনেমাতে রোমান্টিক প্রেমের কাহিনী না হলে কি করে হয়। এমন একটি রোমান্টিক প্রেমের কাহিনী নিয়ে চলচ্চিত্র ‘এক পৃথিবী প্রেম’ তৈরি করতে যাচ্ছেন নির্মাতা এস এ হক অলিক।
নির্মাতা এস এ হক অলিক এর আগেও ‘হৃদয়ের কথা’ এবং ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ নির্মাণ করেছেন। আগামী ১ ডিসেম্বর মহরতের মাধ্যমে বিএফডিসিতে ছবিটির শ্যুটিং শুরু হবে ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের।
নির্মাতা সংবাদ মাধ্যমকে জানান, ১ ডিসেম্বর সোমবার বিকেলে এফডিসির ৩ নম্বর ফ্লোরে ছবিটির মহরত অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয়কারী মডেল এবং চিত্রনায়িকা আইরিন ও চিত্রনায়ক আসিফ। মহরতের পরপরই একই ফ্লোরে ছবিটির শ্যুটিং শুরু হবে। শ্যুটিং চলবে টানা ২০ ডিসেম্বর পর্যন্ত।
এস এ হক অলিক বলেছেন, ‘প্রথম দুটি ছবি নির্মাণের পর দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা থেকে অনুপ্রাণিত হয়ে এই ‘এক পৃথিবী প্রেম’ ছবিটির নির্মাণ করার পরিকল্পনা করি।’
ছবিটির গল্প প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মূলত বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের জীবন-যাপন এবং তাদের অনুভূতিগুলো নিয়েই ছবির গল্প গড়ে উঠেছে। সেইসঙ্গে থাকছে নতুন প্রজন্মের মিষ্টি প্রেমের চিত্রায়ণ।’
‘এক পৃথিবী প্রেম’ ছবিটির চিত্রনাট্য লেখার পাশাপাশি ৬টি গান লিখেছেন নির্মাতা অলিক নিজেই। বেশ কয়েকটি গানের রের্কডিং সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। গানগুলোর সংগীতায়োজনে আছেন ইমন সাহা। গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, পড়শি ও মিলন মাহমুদ। হাবিব ওয়াহিদ এবং হৃদয় খান তাদের নিজেদের করা গানে কণ্ঠ দিয়েছেন বলে জানান নির্মাতা এস এ হক অলিক। তিনি মনে করেন এই চলচ্চিত্রটি জনগণের মধ্যে সাড়া জাগাতে সক্ষম হবে।