দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সরকারি অনুদানে নির্মিত বাংলাদেশী চলচ্চিত্র আশরাফ শিশির পরিচালিত ‘গাড়িওয়ালা’ এবার জয় করলো ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব রাজস্থান-২০১৪’ এর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ওই উৎসবে ‘গাড়িওয়ালা’র স্বল্পদৈর্ঘ্য ভার্সনটি প্রতিযোগিতা বিভাগে পুরস্কৃত হয়েছে। এর আগে ২৪ হতে ২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নর্থ ক্যারোলিনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরষ্কার জিতে এ ছবির নির্মাতা আশরাফ শিশির। ‘গাড়িওয়ালা’ এই চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়। এই ছবিটি উৎসবে ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’, ‘শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা’ ও ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’-এই ৩ ক্যাটিগরিতে বিজয়ী হয় ।
‘গাড়িওয়ালা’ দুই ভাই ও তাদের মায়ের গল্প নিয়ে নির্মিত। গ্রামের মাঠে-নদীতে ভেসে বেড়ানো দুই ভাই। জীবন সংগ্রামে বিপর্যস্ত তাদের মা, তাদের স্বপ্ন-স্বপ্নভঙ্গ আর জীবনের কষাঘাতে এক রাতে ছোট্ট এই শিশুর সামর্থ পুরুষ হয়ে ওঠার গল্প ফুটে উঠেছে। এরা দারিদ্রের মধ্যে কিভাবে গাড়িওয়ালা হয়ে উঠেছিল সেই গল্পটিই ফুটে উঠেছে এই কাহিনীতে।
‘গাড়িওয়ালা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন, রোকেয়া প্রাচী, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ। আর রয়েছেন সুপার হিরো সুপার হিরোইনখ্যাত ইমরান, সানসি ফারুক, আব্দুর রহমান রাজীব, আর জে মুকুল, সাকি ফারজানা, সিডর সুমন, মাটির, সাজ্জাদ লিটন, সম্রাট, মুক্তা, শুভ, আব্দুর রহমান রাজীব প্রমুখ। চলচ্চিত্রটির শিশুশিল্পীরা হলো- মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর এবং ঋদ্ধ।