দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লিবিয়ায় অপহৃত ২ বাংলাদেশীকে মুক্তি দিয়েছে আইএস। যদিও লিবিয়ার ত্রিপোলী বাংলাদেশী দূতাবাস এখনও খবরটি নিশ্চিত করেনি।
লিবিয়ায় অপহৃত ২ বাংলাদেশীকে মুক্তি দিয়েছে আইএস। যদিও লিবিয়ার ত্রিপোলী বাংলাদেশী দূতাবাস এখনও খবরটি নিশ্চিত করেননি। লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) দুই বাংলাদেশী নাগরিককে ৬ মার্চ অপহরণ করে। অপহরণকৃত ব্যক্তিরা হলেন মো: আনোয়ার হোসেন (পাসপোর্ট নং এই৩৬৩০৭৫৪) ওই ব্যক্তি নোয়াখালীর বাসিন্দা ও হেলাল উদ্দিন নামে অপর এক বাংলাদেশী নাগরিক (পাসপোর্ট নম্বর বি-০১৫৬৫৫৩) তার গ্রামের বাড়ি জামালপুরে।
৬ মার্চ লিবিয়ার উত্তর মধ্যাঞ্চলীয় সির্ত নগরীর দক্ষিণে অবস্থিত একটি তেলক্ষেত্রে কাজ করা অবস্থায় জঙ্গিদের হাতে ৯ জনের সঙ্গে অপহৃত হয় এই দুই বাংলাদেশী নাগরিক। যে প্রতিষ্ঠানে তারা চাকরী করতো তারা বিষয়টি নিশ্চিত করেছে। তবে বাংলাদেশী দূতাবাস এখনও বিষয়টি নিশ্চিত করেনি। এর কয়েকদিন আগেই একজন তার নিকট আত্মীয়দের ফোন করে বলেছিল মুক্তির বিষয়টি।