দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সিনেমা জগতে কত রকম ঘটনার উদ্ভব ঘটে তা বলে শেষ করা যাবে না। যেমন এবার বিয়ে নিয়ে পর্দা মাতাবেন অভিনেত্রী পপি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপির বিয়ের নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। এখনও অবিবাহিত পপিকে নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও এবার নাটকে বিয়ে নিয়ে মাতাবেন তিনি।

তবে এই বিয়ে নিয়ে লংকা কাণ্ড ঘটাবেন ছোট পর্দায় অর্থাৎ পপির বিয়ের খবর নিয়ে তৈরি হচ্ছে নাটক। নাটকটির নাম ‘নায়িকার বিয়ে’। নাটকটিতে পপি অভিনয় করবেন নিজের চরিত্রে।

নাটকটি প্রসঙ্গে পপি বলেছেন, ‘নিজের চরিত্রে অভিনয় করছি এবারই প্রথম’। গল্পে আমাকে নায়িকা হিসেবেই দেখা যাবে। আমাকে ঘিরে এক পাগল ভক্তের কাহিনী উঠে আসবে এই নাটকটিতে। যে কিনা গ্রাম হতে ছুটে আসে আমাকে বিয়ে করার জন্য।
‘নায়িকার বিয়ে’ নাটকটি পরিচালনা করবেন হাসান জাহাঙ্গীর। পপির বিপরীতে অভিনয়ও করছেন তিনি। গত রবিবার হতে রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। আসছে ঈদে নাটকটি দেখা যাবে বলে আশা করা হচ্ছে।