দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীতে অনেক রকম ট্রেন রয়েছে। বাষ্পের ইঞ্জিনের ট্রেন, ডিজেল বা বিদ্যুৎচালিত সব রকমের। কিন্তু আজ রয়েছে বিপজ্জনক এক জনপ্রিয় বাঁশের ট্রেনের কাহিনী।
![বিপজ্জনক এক জনপ্রিয় বাঁশের ট্রেনের কাহিনী [ভিডিও] 1 stories of dangerous train](https://thedhakatimes.com/wp-content/uploads/2015/09/stories-of-dangerous-train-600x428.jpg)
এই বিপজ্জনক অথচ জনপ্রিয় বাঁশের ট্রেন চলাচল করে কম্বোডিয়ায়। সেখানকার বাটামবাগ ভ্রমনপিপাসুদের জন্য খুব একটা জনপ্রিয় স্থান না হলেও সেখানকার উত্তরপশ্চিমস্থ অংশে বাশেঁর তৈরি ট্রেন অনেকটা জনপ্রিয়।

জানা যায়, শহরের উপকন্ঠে চলাচলকারী এসব বাশেঁর ট্রেন তৈরিতে প্রয়োজন হয় বাঁশের তৈরি চাটাই, ৪টি ছোট চাকা, মটরসাইকেল বা ট্রাক্টরের ইঞ্জিন। এগুলো দিয়েই তৈরি করা হয় ট্রেন গাড়ি।
![বিপজ্জনক এক জনপ্রিয় বাঁশের ট্রেনের কাহিনী [ভিডিও] 2 Battambang Cambodia, Bamboo Train](https://thedhakatimes.com/wp-content/uploads/2015/09/stories-of-dangerous-train-3-600x399.jpg)
ইতিহাস ঘেটে দেখা যায়, ফরাসিরা পুরো কম্বোডিয়া জুড়ে নির্মাণ করেছিলো রেলপথ। তবে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো এখন খুব সামান্যই অবশিষ্ট রয়েছে। এগুলো খুব একটা ব্যবহারও করা হয় না। জং ধরে নষ্ট হতে চলেছে রেলপথগুলো। তাই এসব রেলপথে চলছে বাঁশের তৈরি ট্রেন গাড়ি। ওই অঞ্চলে এটি বেশ জনপ্রিয়।

দেখুন বাঁশের ট্রেন কিভাবে চলে
https://www.youtube.com/watch?v=EDidScpTOSI