The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

কম দামে এইচপি এনভি ১৩ ল্যাপটপ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার কম দামে অথচ একটি ভালো ল্যাপটপ এসেছে। এটি হলো এইচপি এনভি ১৩ ল্যাপটপ। উইন্ডোজ ল্যাপটপের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন ঘটেছে। গুণগতমানসম্পন্ন পণ্য ক্রয়ক্ষমতার মধ্যে এসেছে এটি।

HP Envy 13 laptop at a lower price

উইন্ডোজ ল্যাপটপের ক্ষেত্রে এবার বড় ধরনের পরিবর্তন এসেছে। গুণগতমানসম্পন্ন পণ্য অথচ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে চলে এসেছে। এইচপি এনভি ১৩ হলো এ জাতীয় পণ্যের প্রথম সংস্করণ। যার দাম মাত্র ৮০০ ডলার!

তবে এই ল্যাপটপটিতে স্পেসিফিকেশনে কোনো কমতি নেই।

এতে রয়েছে:
১৫ ওয়াটের ২.৩ গিগাহার্জ ইন্টেল কোর আই৫ প্রসেসর
৮ জিবি মেমোরি
১২৮ জিবি সলিড স্টেট স্টোরেজ
১০৮০পি পর্দা নিয়ে এর ওজন মাত্র ২.৮ পাউন্ড।
ল্যাপটপটির দেহ ১২.৯ মিলিমিটার পাতলা।
ফুল সাইজ এইচডিএমআই পোর্ট।
ফুল সাইজ এসডি কার্ড রিডার।
ফুল সাইজ ইউএসবি ৩.০ পোর্টে।
৩.৫ এমএম হেডসেট জ্যাক।

এই ল্যাপটপটি নিয়ে পরীক্ষা চালিয়েছেন সি নেটের বিশেষজ্ঞরা। তারা বলেছেন, ভালো মানের একটি ল্যাপটপ এতো কম দামে এর আগে বাজারে কখনও আসেনি। তবে উচ্চমানসম্পন্ন অন্যান্য দামী ল্যাপটপের সঙ্গে এটির তুলনা করা যাবে না। কিন্তু এটি ঘরে আনলে যে কারো মনঃপুত হবে- সেটি নিশ্চিত করে বলা যায়। এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাই পাসওয়ার্ড ছাড়াই লক করে রাখতে পারবেন। এখন পর্যন্ত বিশেষজ্ঞরা এটি ব্যবহারে কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হননি। আবার টাচ প্যাডের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।

নতুন এই ল্যাপটপ এনভি ১৩-তে ব্যাং অ্যান্ড ওলুফসেন ব্র্যান্ডের স্পিকার দেওয়া হয়েছে। যে কারণে এর শব্দ খুব সুন্দর। এ ছাড়া এর ডিজাইনটি অনেকটা অ্যাপলের ল্যাপটপের মতোই।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali