দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েকদিন ধরেই নায়িকা মাহির বিয়ে নিয়ে হৈ চৈ পড়ে গেছে। আজ আপনাদের জন্য রয়েছে ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা মাহির বিয়ের ভিডিওটি দেখুন।
ঢালিউডের বর্তমান সময়ের আলোচিত নায়িকা মাহিয়া মাহি সিনে লাইফে নয়, এবার বাস্তব জীবনেই কনে সাজে সেজেছেন। বর পারভেজ মাহমুদ। বরের ডাকনাম অপু। যুক্তরাজ্য হতে কম্পিউটার প্রকৌশল বিদ্যায় পড়ালেখা করে বাংলাদেশে এসেছেন। বর্তমানে সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসা করছেন।
গত বুধবার সকালে মাহির উত্তরার বাসায় প্রথমে বাগদান এবং এরপর আকদ অনুষ্ঠিত হয়। এছাড়া ২৫ মে সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি রেস্তোঁরায় স্বামীকে নিয়ে বিবাহোত্তর সংবাদ সম্মেলন করেন মাহি।
তিনি বলেন, ‘মাত্র এক সপ্তাহ আগে আমাদের বিয়ের সিদ্ধান্ত হয়। অনেকটা হঠাৎ করেই আমি বিয়েটা করে ফেললাম।’ বিয়ের পর স্বামীর পরিবারের পক্ষ হতে সিনেমায় অভিনয়ে কোন বাধা নেই বলেও বললেন মাহি। এ সময় মাহি আরও অনেক কথায় বলেছেন।
দেখুন মাহির বিয়ের ভিডিওটি
https://www.youtube.com/watch?v=VkQGjrmBfec