দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিকারে এসে অবশেষে আটকা পড়লো ২০ ফুট লম্বা একটি অজগর। এসময় অনেকেই অজগরটিকে মেরে ফেলতে উদ্যত হলেও শেষ পর্যন্ত ‘শিকারে ব্যর্থ’ অজগরটিকে তার জন্য নির্ধারিত স্থান বনেই মুক্ত করে দেওয়া হয়।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি হতে ৪০ কিলোমিটার দূরে মল্লিক শোভা নামে একটি গ্রামের বাসিন্দারা জানতে পারেন, দীর্ঘাকৃতির একটি অজগর সাপ একটি ছাগলকে গিলতে চেষ্টা করছে। এসময় কৌতুহলী গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে কি করবেন কিছু না বুঝে কাছাকাছি বিন্নাগুড়ি ফরেস্ট অফিসারকে খবর দেন।
ফরেস্ট অফিসার নারায়ণ কর ঘটনাস্থলে এসে বন্যপ্রাণী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। ততক্ষণে স্থানীয়রা ছাগলটিকে অজগরের ‘ভোজ’ হতে রক্ষা করেছেন ঠিকই, তবে ছাগলটি তখন মৃত।
এ সময় স্থানীয়রা অজগরটিকে একটি রশিদিয়ে বেঁধে সাইকেলে করে পাশ্ববর্তী সোনাখালি বনে অবমুক্ত করেন।
দীঘাকৃর্তী প্রজাতির অজগরটি ‘বার্মিজ রক পাইথন’ বলে জানান ফরেস্ট অফিসার।