দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো বাজারে এসেছে প্যানাসনিকের নতুন প্রযু্ক্তির নমনীয় ব্যাটারি। এই ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম-আয়ন।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, এই ব্যাটারির বিশেষত্ব হলো এটি খুবই পাতলা। তবে এটি যেকোন ইলেক্ট্রনিক্স ডিভাইস এবং পরিধেয়ও বস্ত্রে এই ব্যাটারিটি ব্যবহার করা যাবে। জানা গেছে, নমনীয় এই ব্যাটারিটির আয়তন মাত্র দশমিক ৫৫ মিলিমিটার। প্যানাসনিক বলেছে, এ মাসেই (অক্টোবর) এই ব্যাটারি বাজারে পাওয়া যাবে।
প্যানাসনিক দাবি করে বলেছে , নমনীয় এই ব্যাটারি রিচার্জেবল। অর্থাৎ বারবার চার্জ দিয়ে ব্যাটারিটিকে ব্যবহার উপযোগী করা যাবে। হালকা পাতলা এই ব্যাটারি খুব সহজেই ভাঁজ করা যাবে। এ ধরণের প্রযুক্তির ব্যাটারি পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যে ব্যবহার করা সম্ভব হবে। সোজা বা ভাঁজ করা অবস্থাতেও এই ব্যাটারি ব্যবহার করে সমান কাজ করা যাবে এ ব্যাটারি।
তবে এই ব্যাটারির ধারণক্ষমতা খুব কম। মাত্র ৬০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। সে কারণে এই ব্যাটারি স্মার্টফোনে ব্যবহার উপযোগী নয়।