দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্তর-আশির দশকে যারা সিনেমা দেখতেন তারা একবাক্যে চিনবেন দিলারাকে। তিনি ঢাকাই চলচ্চিত্রের এক জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। কিন্তু ২০ বছর তিনি ছিলেন আড়ালেই। তিনি আবার ফিরছেন চলচ্চিত্রে।
দিলারা ইয়াসমিন সত্তর-আশির দশকে দাপিয়ে অভিনয় করেছেন দেশের রূপালি পর্দায়। ‘জালিম’, ‘জুলুম’, ‘ব্যথার দান’, ‘অসতী’, ‘আওলাদ’, ‘সম্রাট’, ‘শাহাজাদা’, ‘হাইজ্যাক’ সহ অসংখ্য সুপারহিট ছবিতে অভিনয় করেছেন।
ঢাকাই চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করা দিলারা ১৯৯৭ সালে ‘বাহরাম বাদশা’ ছবিতে সর্বশেষ অভিনয় করেন। তারপর অভিনয় হতে তিনি দূরে সরে সংসারে মনোযোগী হন। তবে এবার আশার কথা হচ্ছে, একসময়ের দাপুটে এই অভিনেত্রী দীর্ঘ ২০ বছর পর আবারও চলচ্চিত্রে ফিরছেন।
দিলারা অভিনয় করতে চলেছেন মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ চলচ্চিত্রে। এই ছবির মহরত অনুষ্ঠানে দিলারা সাংবাদিকদের বলেন, ‘ছবির প্রযোজক নাদির খানের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে। একদিন ঘরোয়া আড্ডায় তিনি আমাকে ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে অভিনয়ের কথা বলেন। আমি হঠাৎ কেনো জানি রাজি হয়ে গেলাম!’
দিলারা বলেন, ‘আমার মনে হয়েছে- আমি ছবিটিতে কাজ করি। অনেকদিন তো এই চলচ্চিত্রের সঙ্গে আমি জড়িত ছিলাম। এই ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছুই দিয়েছে। তাই ফিল্মের প্রতি ভালোবাসা থেকেই আবার কামব্যাক করেছি।’
আবারও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করার ইচ্ছার কথা ব্যক্ত করে দিলারা বলেন, ‘যদি ভালো গল্প, নির্মাতার ছবি পাই, তাহলে অবশ্যই কাজ করবো।’
কেনো এতোদিন অভিনয় ছেড়ে দূরে ছিলেন? এমন প্রশ্নে দিলারা বলেন, ‘বিশেষ কোনো কারণে অভিনয় ছাড়িনি। আসলে আমি স্বেচ্ছায় হঠাৎ অভিনয় হতে সরে আসি, তবে চলচ্চিত্র থেকে নয়। এই অঙ্গনের মানুষগুলোর সঙ্গে খুব ভালো সম্পর্ক আগেও ছিলো, এখনও রয়েছে। তবে আমি এরমধ্যে বেশ কিছু নাটকেও কাজ করেছি।’
দিলারা বলেন, ‘কিছুদিন আগে আমি ‘আয়নাবাজি’ ছবিটি দেখেছি। দারুণ লেগেছে আমার। এই ধরণের ব্যতিক্রমধর্মি গল্পের ছবি বানিয়ে আবারও দর্শকদের হলমুখী করা যেতে পারে।’