দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক নাটকে একসঙ্গে এবার তারিন ও অপূর্ব ও উর্মিলাকে দেখা যাবে। তিন জনকে পৃথকভাবে অনেকবারই দেখা গেছে। তবে তিন জন একসঙ্গে এই প্রথম।
তারিনকে অপূর্বর সঙ্গে দেখা গেছে অনেক বার। জুটি হয়ে অপূর্বের সঙ্গে উর্মিলাকেও অনেক নাটকে দেখা গেছে। তবে এই তিন জনকে একসঙ্গে কোনো নাটকে এর আগে দেখা যায়নি। এনটিভিতে প্রচার চলতি নজরুল ইসলাম রাজুর ‘সানফ্লাওয়ার’ ধারাবাহিক নাটকে তিন তারকা প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন।
এ প্রসঙ্গে তারিন বলেছেন, ‘নাটকটিতে অভিনয় করার কারণ হচ্ছে এর গল্প আমার কাছে খুব ভালো লেগেছে। তাছাড়া এবারই প্রথম আমি নাটকে একজন ইলেকট্রিসিয়ানের চরিত্রে অভিনয় করছি। যা সাধারণত ছেলেরাই করে থাকে। যে কারণে এই চরিত্রটিতে অভিনয় করা আমার জন্য একটি চ্যালেঞ্জিং ছিল।’
অপূর্ব বলেছেন, ‘এমন অনেক ধারাবাহিক নাটকে অভিনয় করি যেসব নাটকের সম্পূর্ণ গল্প সম্পর্কে আমার জানা থাকে না। তবে সানফ্লাওয়ার ধারাবাহিকটির গল্পের পুরোটাই আমার জানা। আমি জানি নাটকের কোন পর্যায়ে কী হবে বা না হবে। যখন শিল্পী তার চরিত্রের গন্তব্য পর্যন্ত জেনে কাজ করেন তখন কাজের প্রতি তার অগাধ ভালোবাসা জন্মায়। তাই সানফ্লাওয়ার ধারাবাহিকটির প্রতি রয়েছে আমার অন্যরকম এক ভালোবাসা’।
অপরদিকে উর্মিলা বলেন, ‘ধারাবাহিকটিতে কাজ করে খুব মজা লাগছে। আমরা যেনো একটা পরিবারের মতো হয়ে গেছি। প্রচারে আসার পর হতে দারুণ সাড়াও পাচ্ছি ।’ এই ধারাবাহিক নাটকটি প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচার হচ্ছে।