দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বহুল আলোচিত চলচ্চিত্র শাকিব-বুবলী অভিনীত ‘রংবাজ’ ছবির ট্রেইলার প্রকাশ পেয়েছে। ট্রেইলার প্রকাশের সঙ্গে সঙ্গে চারিদিকে সোরগোল পড়ে গেছে।
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও বুবলীকে নিয়ে গত কয়েকমাস যাবত ব্যাপক আলোচনা হচ্ছে। বিশেষ করে ‘রংবাজ’ ছবি নিয়ে এই আলোচনা তুঙ্গে রয়েছে। এর কারণ হলো ‘রংবাজ’ ছবিতে শাকিব খানের সঙ্গে তার সহধর্মিনী অপু বিশ্বাসের অভিনয়ের কথা ছিল। কিন্তু সন্তান প্রসবকে কেন্দ্র করে অপু নিরুদ্দেশ থাকায় ছবি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এরপর বুবলীর সঙ্গে চুক্তি হয় ছবিটি করার জন্য। বিষয়টি নিয়ে বহু জলঘোলা হয়েছে। অবশেষে দেশে ফেরার পর আবারও বিষয়টি নিয়ে আলোচনা উঠে আসে। শোনা যায় অপুই নাকি অভিনয় করবেন ‘রংবাজ’ ছবিতে। বিষয়টি নিয়ে আবারও শুরু হয় নানা সমালোচনা। শেষ পর্যন্ত ‘রংবাজ’ ছবিতে অভিনয় করেন শাকিবের সঙ্গে বুবলী। এবার সেই ‘রংবাজ’ ছবি মুক্তি পেতে চলেছে।
এবার সেই ‘রংবাজ’ ছবির ট্রেইলার প্রকাশ পেয়েছে। ‘রংবাজ’ ছবিটি পরিচালনা করেছেন আবদুল মান্নান।
এই ছবিতে শাকিব-বুবলী ছাড়াও আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, নূতন, অমিত হাসান, লিয়ানা লিয়া, শিবা সানু, চিকন আলী প্রমুখ। রংবাজ ছবির প্রযোজনা এবং পরিবেশনা প্রতিষ্ঠান হলো রূপরঙ কথাচিত্র।
আগামী ঈদুল আজহায় ‘রংবাজ’ ছবিটি মুক্তি পেতে চলেছে দেশের প্রেক্ষাগৃহে।
দেখুন ট্রেইলারটি