দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনকে নিয়ে বেশ চিন্তায় রয়েছে ভারত। সাম্প্রতিক সময় বেশ কিছু ইস্যু নিয়ে ভারত বিরুপ মন্তব্যও করেছে। তাই চীনের আধিপত্য ঠেকাতে ১০টি দেশ নিয়ে জোট করতে চলেছে ভারত!
ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীন সম্পর্ক। ১০টি দেশের সঙ্গে ভারত মহাসাগর সংক্রান্ত সকল রিপোর্ট শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। থাইল্যান্ড, শ্রীলঙ্কাসহ ওই ১০টি দেশ ভারতের এই প্রস্তাবে ইতিবাচক সাড়াও নাকি দিয়েছে।
ভারত নৌবাহিনী প্রধান সুনীল লাংবা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভারত মহাসাগরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বিভিন্ন দেশের মধ্যে সমঝোতা থাকা দরকার। ভারত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশের নৌবাহিনী প্রধানদের উপস্থিতিতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
ভারত মহাসাগরের প্রতিটি দিক কার্যত বন্ধ করে দিয়েছে ভারতীয় নৌ সেনারা। অর্থাৎ কোনো দিক থেকেই শত্রুরা প্রবেশ করতে পারবে না। অন্তত ১০০টি যুদ্ধজাহাজ সাজিয়ে চীনের পথ আটকে দিয়েছে ভারত।
সাম্প্রতিক সময় চীন যেভাবে ভারত মহাসাগরের দিকে এগিয়ে আসছে, তা রুখতেই ভারত কয়েকটি বন্ধু দেশের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভারত মহাসাগর ঘিরে ফেলেছে। যেকোনো সময় চীনের নৌ বাহিনীকে আটকাতে প্রস্তুত ওইসব যুদ্ধজাহাজগুলো।