দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও পানিতে ভাসবে টাইটানিক-২। আজ নয় সেই ১৯১১ সালে আটলান্টিক মহাসাগরে সলিল সমাধি হয়েছিল টাইটানিকের। ১০৭ বছর পর আবার পানিতে ভাসতে চলেছে টাইটানিক-২।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, একেবারে হুবহু টাইটানিকের মডেলে তৈরি করা হয়েছে টাইটানিক-২। নতুন এই জাহাজের ছবি প্রকাশ করলেন স্বয়ং নতুন তৈরি করা টাইটানিকের মালিক। টাইটানিক-২ এর মালিক হলেন অস্ট্রেলিয়ার ধনকুবের ব্যবসায়ী ও রাজনীতিবিদ ক্লাইভ পালম।
জানা যায়, ১৯৯৭ সালে তৈরি হওয়া জেমস ক্যামেরনের ক্লাসিক মুভি টাইটানিকে ঠিক যেমনভাবে জাহাজটিকে দেখানো হয়, ঠিক সেই ঢঙেই তৈরি হয়েছে পালমেরের টাইটানিক-২। এই টাইটানিক-২ এ থাকছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী। ঠিক যেমনটি দেখানো হয়েছিল ওই মুভিতে। টাইটানিকের মতো একই ওজন, উচ্চতা, লম্বা মাপেরই হচ্ছে ক্লাইভের এই জাহাজটি।
জি নিউজে বলা হয়েছে, নতুন এই টাইটানিক-২ এ থাকছে ঠিক ৯টি ডেক। শুধুমাত্র চওড়ায় ১৩ ফুট বিস্তীর্ণ হচ্ছে টাইটানিক-২। ৮৪০টি কেবিনে ৩টি শ্রেণীতে যাতায়াত করতে পারবেন ২,৪৩৫ যাত্রী। এটিতে ৯০০ জন জাহাজ কর্মী থাকবে। এখন শুধুই অপেক্ষা- আধুনিক যুগের টাইটানিক-২ এ ভ্রমণের!