দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর সেই কৌতুক ও রসাত্বক কোনো দৃশ্য আমরা আর দেখতে পাবো না। তিনি আজ অন্তিম শয়ানে।
টিভি, চলচ্চিত্রও মঞ্চে অভিনয়ে ছিলো তার অবাধ বিচরণ। অভিনয় ক্যারিয়ারে টেলি সামাদ প্রায় ৬ শতাধিক সিনেমাতে অভিনয় করেছেন।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা টেলি সামাদ না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গতকাল। আজ তিনি অন্তিম শয়ানে চলে গেলেন। তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
টেলি সামাদের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম। বাদ এশা পশ্চিম রাজারবাজার মসজিদ দ্বিতীয় জানাজা ও রাত সাড়ে দশটায় মগবাজারের দিলু রোডে তৃতীয় জানাজা সম্পন্ন হয়। এরপর ফ্রিজিং গাড়িতেই মরদেহ রাখা হয়। আজ (রবিবার) বেলা ১১টায় এফডিসিতে চতুর্থ জানাজা শেষে মরদেহ নেওয়া হয় টেলি সামাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের নয়াগাঁও। সেখানে পঞ্চম নামাজে জানাজা শেষে সমাহিত করা হয় তার মরদেহ।