দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষ খেতাব প্রাপ্ত বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন। সম্প্রতি মাথায় আঘাত প্রাপ্ত হওয়ার কারণে সৃষ্ট রোগ থেকে আরোগ্য পেতে হিন্দোজা হাসপাতালে রবিবার দুপুরে ব্রেন সার্জারি করালেন ঋত্বিক রোশন।
সম্প্রতি এই ৩৯ বছর বয়সী জনপ্রিয় অভিনেতা Subdural Hematoma নামক রোগে আক্রান্ত হন যা ব্রেনের শিরাতে রক্তক্ষরণের কারণ ঘটায় এবং প্রচন্ড মাথা ব্যথার কারণ। ঋত্বিকের বাবা রাকেশ রোশনের কাছ থেকে জানা যায়, দুই মাস আগে ব্যাং ব্যাং মুভির শ্যুটিং করার সময় মাথায় আঘাত প্রাপ্ত হন ঋত্বিক যার ফলে Subdural Hematoma নামক রোগে আক্রান্ত হয় সে। ফলশ্রুতিতে গত সাত জুলাই হিন্দোজা হাসপাতালে সার্জারি বিশেষজ্ঞ ডঃ বি কে মিশ্রের তত্ত্বাবধানে সার্জারি হলো ঋত্বিক রোশনের। রাকেশ রোশন অবশ্য জানিয়েছিলেন, ব্রেন সার্জারির অপারেশনটি মাইনর এবং সিরিয়াস কিছু নয়।
অপারেশন সাকসেসফুল হয়েছে এবং ঋত্বিক খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন। সবাইকে প্রার্থণার জন্য ধন্যবাদ – এইভাবে অপারেশনের সফল হওয়ার কথা টুইটারে জানান বিখ্যাত জুয়েলারী ডিজাইনার ফারাহ আলী খান।
এর পূর্বে ঋত্বিক রোশন তার অফিশিয়াল ফেইসবুক পেইজে তার অসুস্থতা এবং ব্রেন সার্জারির খবর জানিয়েছিলেন। এফবি পেইজের পোস্ট হতে জানা যায়, প্রত্যেকেই তার মনের শক্তি ব্যবহার করে জীবনকে আনন্দময় করে তোলে। আমাদের যে ব্রেন নামক বিষ্ময়কর উপহার দেওয়া হয়েছে যা আমাদের কথা শুনতে, দেখার ক্ষমতা, স্পর্শ, গন্ধ, স্বাদ, ভয় জয়, কাল্পনিক কিছু করার সাহস তৈরি করে এবং ইহার মূল্য অনুধাবণ করা খুব প্রয়োজন। সে কারণে ব্রেনের এই আক্ষরিক ক্ষমতা অনুভবের জন্য, আক্রান্ত রোগ হতে আরোগ্য পেতে ব্রেন সার্জারিতে যেতে হচ্ছে ঋত্বিককে। সবসময় মনের শক্তি দিয়ে তার পাশে থাকার জন্য ধন্যবাদ দেন ঋত্বিক এবং সবাইকে ভালোবাসার কথাও জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি কৃষ ৩ এবং ব্যাং ব্যাং মুভির কারণে অনেক ভারী অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে হয়েছে ঋত্বিক রোশনকে।
তথ্যসূত্রঃ টাইমস অফ ইন্ডিয়া