দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসুস ৩০ বছর পূর্তি উপলক্ষে ‘স্পেশাল এডিশন’ ল্যাপটপ উন্মোচন করেছে। নতুন জেনবুক এডিশন ৩০-তে ব্যবহার করা হয়েছে সাদা চামড়ার লিড কাভার ও ১৮ ক্যারেটের স্বর্ণের লোগো!
আসুসের নতুন লোগোটি দেখতে অনেকটাই স্টার ট্রেক-এর স্টারফ্লিট ইনসিগনিয়ার মতোই। বিশেষ সংস্করণের এই ল্যাপটপের পুরোটাই চামড়া দিয়ে মোড়ানো হয়নি কিংবা হাইব্রিড নকশা করা হয়নি। যে কারণে সাধারণ ল্যাপটপের মতোই ব্যবহার করা যাবে। এই খবর দিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ।
এই বিষয়ে আসুস চেয়ারম্যান জনি শি বলেছেন, “প্রতিটি ‘জেনুইন লেদারের’ টুকরাই হাতে’ বাছাই করা। প্রতিটি প্যানেল কাভার একজন মাস্টার টেইলরকে দিয়ে সেলাই করানো হয়েছে।”
আসুস এই বিশেষ সংস্করণের এই ল্যাপটপের সঙ্গে কিছু বাড়তি যন্ত্রাংশও দিচ্ছে। যার মধ্যে রয়েছে পার্ল হোয়াইট মাউস ও লেদার স্লিভ।
জানা গেছে, ১৩ ইঞ্চি পর্দার জেনবুক এডিশন ৩০-এর ভেতরে আরও দেওয়া হয়েছে অষ্টম প্রজন্মের কোর আই৭ প্রসেসর। সেই সঙ্গে রয়েছে এনভিডিয়া জিফোর্স এমএক্স২৫০ গ্রাফিক্স কার্ড ও ১৬ গিগাবাইট পর্যন্ত র্যাম এবং পিসিআইই স্টোরেজ।
নতুন এই ল্যাপটপটিতে দেওয়া হয়েছে স্ক্রিনপ্যাডও, যা ট্র্যাকপ্যাডের মধ্যে আরেকটি পর্দাও দেখাবে।