দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের ঈদে নতুন কোনো সিনেমার খবর না থাকলেও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এবারের ঈদে হতাশ করেননি ভক্তদের। মুক্তি দেন নিজের নতুন একটি গান। সেই গানে তিনি বেশ সাড়া পাচ্ছেন।
‘বুঝি না তো তাই’ শিরোনামে এই গানটির মিউজিক ভিডিও মুক্তির পরই বেশ সাড়া ফেলেছে দর্শক-শ্রোতাদের মধ্যে। গানটি লিখেছেন বাঁধন এবং ব্রিটিশ র্যাপার মুমজি স্ট্রেনজার। তিনি এই গানে ফারিয়ার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন।
এসভিএফের ইউটিউব চ্যানেলে ‘বুঝি না তো তাই’ ঈদের দিন সন্ধ্যায় মুক্তি দেওয়া হয়েছিলো। মুক্তির পর থেকে গানটি ২৫ লাখেরও কাছাকাছি দর্শক দেখে ফেলেছেন। আর মন্তব্য পড়েছে প্রায় সাড়ে ৩ হাজার।
গানটি সম্পর্কে নুসরাত ফারিয়া সংবাদ মাধ্যমকে বলেন, ‘গানটি মুক্তির পর হতেই দারুণ সাড়া পাচ্ছি। যা প্রত্যাশা করেছি তার চেয়েও বেশি পাচ্ছি। গানটি যখন তৈরি করা হচ্ছিল, তখনই মনে হয়েছিল দর্শকরাও পছন্দ করবেন। তবে এতোটা কখনও আশা করিনি। সুন্দর সুন্দর মন্তব্যও করেছেন তারা। এমন সাড়া পেয়ে আমার খুব ভালো লাগছে।’
উল্লেখ্য, মুমজি স্ট্রেনজারের সঙ্গে নুসরাতের এটিই প্রথম কোনো কাজ। মিউজিক ভিডিওতে তাদের দু’জনের উপস্থিতি সবাইকে মুগ্ধ করেছে। গানটিতে নুসরাত নিজেকে বেশ আবেদনময়ী রূপে নিজেকে তুলে ধরেছেন, যা তার আগের গানগুলোর থেকে একেবারেই অন্যরকম। গানটির মিউজিক ভিডিওর পুরোটা শুট করা হয়েছে থাইল্যান্ডে।
অপরদিকে এই গানটি ছাড়াও এসভিএভের নতুন সিনেমা ‘আবার বিবাহ অভিযান’-এও দেখা যাবে নুসরাত ফারিয়াকে। এতে নুসরাত ফারিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, সৌরভ দাসসহ অনেকেই। এ বছরের শেষের দিকে প্রেক্ষাগৃষেহ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা। এর বাইরেও দুই বাংলার একাধিক সিনেমায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে।
দেখুন ভিডিও গানটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।