দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জয়পুরহাট থেকে ৬৮ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করা হয়েছে। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা এই বিপুল পরিমাণ সাপের বিষ উদ্ধার করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, চোরাচালানীদের সন্দেহজনক গতিবিধি দেখে জয়পুরহাটে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কোবরা সাপের ১২ পাউন্ড বিষ উদ্ধার করে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় ওই চক্রের ৫ সদস্যকেও আটক করা হয়। উদ্ধারকৃত বিষের মূল্য আনুমানিক ৬৮ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব। শুক্রবার গভীর রাতে অভিযান চালানো হয়।
গতকাল শনিবার র্যাবের প্রেস ব্রিফিং এ জানানো হয়, ফ্রান্সের রেড ড্রাগন কোম্পানি থেকে কোবরা সাপের বিষ অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে বিদেশ হতে এনে পুনরায় বিদেশে পাচারের উদ্দেশ্যে ওই হোটেলে জড়ো হয়েছিল এর সঙ্গে সংশ্লিষ্ট চক্র। স্থানীয় চোরাকারবারীদের গতিবিধি লক্ষ্য করে জয়পুরহাট র্যাব গভীর রাতে হোটেল বৈশাখীতে অভিযান চালায়। এ সময় কোবরা সাপের ১২ পাউন্ড বিষ উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৬৮ কোটি টাকা।
এসময় এনামুল হক (৩৮), তোজাম্মেল হোসেন (৩০), মোত্তাসন বিল্লাহ সোহাগ (১৮), মোতালেব হোসেন (৩৪) এবং কেএম মুনসুর (৬০) নামে ৫ জনকে আটক করা হয়।