দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চামড়ার জুতা পরার আদি নিয়মের বাইরেও অনেক রকমের জুতার কথা আমরা শুনেছি। কিন্তু এবার শোনা গেলো এক হীরার তৈরি জুতা কাহিনী!
চামড়ার বদলে এবার আমরা দেখলাম হীরার জুতা। কারণ আমরা আগে মূল্যবান হীরক পাথর দিয়ে নানা অলঙ্কার, ঘড়ি, কলম ইত্যাদি তৈরি করতে দেখেছি। কিন্তু এবারই প্রথম হীরা দিয়ে তৈরি করা হয়েছে জুতা।
ঘটনাটি ভারতের। গুজরাট রাজ্যের সুরাত শহরের বিখ্যাত এক অলঙ্কার ব্যবসায়ী তৈরি করছেন এই হীরার জুতাটি। এই জুতা জোড়ায় সবমিলিয়ে ১২ হাজার হীরা ব্যবহার করা হয়েছে।
জুয়েলারি দোকানের মালিক দীলিপ শাহ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা বিশ্বের সবচেয়ে দামি জুতা তৈরি করছি। যার একটিতেই থাকছে ৬ হাজার হীরা। আগামী দু’মাসের মধ্যে এই জুতা বানানোর কাজ শেষ হবে।’ দুবাইয়ের এক খদ্দের তাদের এই জুতা বানানোর অর্ডার দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, বিশ্বে হীরা দিয়ে নানা দ্রব্য তৈরির প্রচলন থাকলেও জুতা তৈরির ঘটনা সম্ভবত এটিই প্রথম। এই মূল্যবান পাথর দিয়ে ভারতে গয়না ছাড়াও বেল্ট, বকলেস, পেন ড্রাইভ এবং বিভিন্ন ক্রোকারি তৈরির চল রয়েছে।