দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক ‘মানবিক বিপর্যয়’ দেখা দিয়েছে গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে। গ্রিসে ঢুকতে বাধা পেয়ে কয়েকশ’ অভিবাসী মেসিডোনিয়ার সীমান্ত এলাকায় জমায়েত হয়েছে।
এক ‘মানবিক বিপর্যয়’ দেখা দিয়েছে গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে। গ্রিসে ঢুকতে বাধা পেয়ে কয়েকশ’ অভিবাসী মেসিডোনিয়ার সীমান্ত এলাকায় জমায়েত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীরা লাঠিপেটা করেছে এসব মানুষদের। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, অভিবাসী পরিস্থিতি মোকাবিলা করতে গত বৃহস্পতিবার মেসিডোনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। অভিবাসীদের বেশিরভাগই মধ্যপ্রাচ্য হতে এসে ইউরোপীয় ইউনিয়নের উত্তরাঞ্চলের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়। জাতিসংঘ অবশ্য গ্রিস এবং মেসিডোনিয়া উভয় দেশকে ক্রমেই খারাপ হওয়া পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, এক তথ্যে জানা গেছে, গত দুই মাসে প্রায় ৪৪ হাজার মানুষ মেসিডোনিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করে। এ সময় দেশটির সরকার কাওকে বাধা না হলেও বর্তমানে সীমান্ত এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে। কর্তৃপক্ষ কাওকে প্রবেশ করতে দিচ্ছে না।