দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আলভী বর্তমান সময়ে টিভি নাটকের সবচেয়ে জনপ্রিয় ও ব্যস্ততম এক অভিনেত্রী। এবার টিভি নাটকে এক প্রতিবাদী চরিত্রে অভিনয় করলেন আলভী!
গ্রামের এক সহজ-সরল মেয়ে। কিন্তু গ্রামের আর পাঁচজনের মতো সে নয়। বেশ বেপরোয়াভাবে চলাচল করেন। দাপিয়ে সাইকেল চালিয়ে বেড়ায় সে। গাছে উঠে ডাব পাড়ে। তাস খেলে নাকি আবার গভীর রাত পর্যন্ত ক্যারাম খেলে মোড়ের দোকানে! কিন্তু ভীষণ প্রতিবাদী সে। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তাকেই পাওয়া যায় সবার আগে। লাঠিসোটা নিয়ে এগিয়ে যায় সবার উপকারে।
‘এমন একটি চরিত্রে’ অভিনয় করলেন আলভী। এটি একটি নতুন ধারাবাহিক। নাম ‘বাসন্তীপুর’। অবশ্য নাম পরিবর্তনও হতে পারে- এমন কথা সংবাদ মাধ্যমকে বলেছেন, ধারাবাহিকটির চিত্রনাট্যকার বরজাহান হোসেন। এই নাটকটি ফরিদুল হাসান পরিচালনা করছেন। ইতিমধ্যে নাটকটির ১৩ পর্বের শুটিং শেষ হয়েছে।
তবে ধারাবাহিকটির গল্প গড়ে উঠেছে মূলত আলভীকে কেন্দ্র করেই। ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন- লুৎফর রহমান জর্জ, ডি.এ তায়েব, মাহমুদুল ইসলাম মিঠু, মম মোর্শেদ, তমাল প্রমুখ। ‘বাসন্তীপুর’ ধারাবাহিকটি আরটিভিতে প্রচার হবে বলে জানানো হয়েছে।