দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামীকাল শনিবার শুরু হচ্ছে ৭ দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। তিন বিভাগের মোট ১৫টি ভেন্যুতে ৩০টি দেশের দেড় শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে।
রাজধানীসহ দেশের ৩টি বিভাগীয় শহরে ২৩ জানুয়ারি শনিবার হতে একযোগে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।
ঢাকা ও রাজশাহীতে চিলড্রেনস ফিল্ম সোসাইটি ও সিলেটে মুভিয়ানা ফিল্ম সোসাইটির আয়োজনে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব।
সংবাদ সম্মেলনে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের উৎসব পরিচালক রায়ীদ মোরশেদ এ বিষয়ে জানান, ৩ বিভাগের মোট ১৫টি ভেন্যুতে ৩০টি দেশের প্রায় দেড় শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
বরাবরের মতো এবারের উৎসবেও অন্যতম আকর্ষণ হলো বাংলাদেশী শিশুদের নির্মিত চলচ্চিত্র প্রতিযোগিতা। এবার শিশুদের ৮০টি চলচ্চিত্র হতে নির্বাচিত ৩৩টি প্রদর্শিত হবে। এরমধ্যে হতে ৫ টিকে পুরস্কৃত করা হবে। বাছাইয়ের জন্য ৫ সদস্যের জুরি বোর্ডেও থাকছে শিশু-কিশোররাই।
উল্লেখ্য, উৎসবে বড়দের নির্মিত শিশুতোষ চলচ্চিত্র প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র সমালোচক সাজেদুল আউয়াল এবং জাকির হোসেন রাজু।