দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রেম জাত-কুল মানে না। আর তাই প্রেমে পড়ে মানুষ জীবনও বিলিয়ে দেন। এবার মার্কিন তরুণীর সঙ্গে প্রেমের খেসারত হিসেবে কঠোর শাস্তি হলো সৌদি তরুণের!
অনলাইনে এক মার্কিন তরুণীর সঙ্গে প্রেম হয়ে যায় সৌদি তরুণ আবু সিনের। তারপর হতে প্রতিনিয়তই তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। এক কথায় অনলাইনে চুটিয়ে প্রেম করছিলেন দুজন। তবে তাদের প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়ায় সৌদি সরকারের কঠোর এক আইন।
তাদের এই প্রেমালাপকে দেশটির সামাজিক মূল্যবোধের পরিপন্থী কাজ হিসেবে বিবেচনা করে সৌদি ওই যুবককে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।
গত সপ্তাহে জামিনে মুক্তি পেলেও সৌদি এই যুবককে ৫ বছরের কারাদণ্ড এবং একই সঙ্গে ৮ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থদণ্ড করা হতে পারে বলে ধারণ করা হচ্ছে।
ইউনাউ নামে একটি অনলাইন কমিউনিটি ফোরামের মাধ্যমে ২১ বছর বয়সী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণী ক্রিস্টিনার সঙ্গে পরিচয় ঘটেছিল সৌদি নাগরিক আবু সিনের।
উল্লেখ্য, মুসলিম সুন্নী প্রধান এই দেশটির আইনে কোনও অপরিচিত পুরুষ অপরিচিতা নারীর আলাপচারিতা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়ে থাকে।