দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৪ মিনিট দৈর্ঘ্যের একটি টিভি বিজ্ঞাপনের জন্য গান তৈরি করলো জনপ্রিয় ব্যান্ড চিরকুট। এই গানে কণ্ঠ দিয়েছেন সুমি, লিখেছেন হাসিব হাসান চৌধুরী।
জানা গেছে, টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া- বাংলাদেশের সৌন্দর্যপূর্ণ স্থানগুলো নিয়ে তৈরি হয়েছে গাজী টায়ারসেরএই বিজ্ঞাপন ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’।
বিজ্ঞাপনটির নির্মাতা বিপুল জানিয়েছেন, প্রথমবারের মতো বাংলাদেশের কোনো টেলিভিশন কমার্শিয়ালকে কেন্দ্র করে ডিজিটাল ক্যাম্পেইন শুরু করা হলো।
বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে অন্যতম দীর্ঘ টেলিভিশন কমার্শিয়াল হবে এই ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ বিজ্ঞাপনটি। এই বিজ্ঞাপনের শুটিং করা হয় প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ ২১টি লোকেশনে।
ডিরেকশনে ছিলেন আসফাকুজ্জামান বিপুল। ক্যামেরায় তুহিন তামিজুল, প্রোডাকশন হাউজ খেলনা ছবি ও এজেন্সি ডটক্রিয়েট লিমিটেড।