দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সারা বিশ্বে কতই না অবাক করা ঘটনা ঘটছে। তার কিছু দেখি, অধিকাংশই দেখি না। অনেক কিছু ক্যামেরায় ফ্রেম বন্দি করা হয়েছে। গত বছরের তোলা ছবিগুলোর মধ্য থেকে বেশ কয়েকটি অদ্ভুদ ও মজার ছবি নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন দেখে নেওয়া যাক ছবিগুলো।

ব্রাজিলের মারিঙ্গায় পোষা বাঘ ও ছিহুয়াহুয়ার মধ্যে বন্ধুত্ব
পুর্ব জার্মানিতে ওরা এগুলোকে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে

কুকুরটি আহত হয়ে নিচের অংশ অবশ হয়ে যায়। তাই চলাচল করার এই ব্যবস্থা

ইউক্রেইনের জাতীয় সার্কাসে এই বিশেষ নাচ

ফ্রান্সে হাজার হাজার ব্যবহৃত চাকা নতুন চাকা উৎপাদনে পুনরায় ব্যবহারের অপেক্ষায়

জিয়াংসি প্রভিনেনসে আন্তর্জাতিক ক্যাম্পিঙে অংশগ্রহণকারী ১৫০০০ ক্যাম্পার

ফ্লোরিডায় হাসপাতালের জানালা পরিষ্কারের সময় স্পাইডার ম্যানের সাজ

লন্ডনের সাইন্স মিউজিয়ামে বিশ্বের প্রথম বায়োনিক মানব রেক্স

ব্রাজিলের সাও পাওলোতে দাঙ্গায় পুলিশ আগুন নেভাচ্ছে

হোয়াইট হাউজে বক্তৃতা দেওয়ার সময় বারাক ওবামার কপালে মাছি

চীনের বন্যপ্রাণী সংরক্ষণ পার্কে একটি বানরকে ঘিরে ধরেছে কার্প মাছ

ইন্দোনেশিয়ার ইস্ট জাভায় পরিবহনের জন্য ঘোড়াগুলোকে জাহাজে উঠানো হচ্ছে

এই নাটক মঞ্চস্থ হয় বাকিংহাম প্যালেসে

নেপালের কাঠমুন্ডুতে কেশের সমস্যায় পড়া মান্দিরা

গ্রীষ্মে জার্মানিতে এলবি নদী প্লাবিত হয়। এই দৃশ্য মাগদিবার্গের।

ফ্রান্সের ভার্নেউইল-সার-ইন্ড্রিতে ঘরের ছাদে হরিণ

পর্তুগালে বডিস অফ আর্বান স্পেসেস এর অংশ হিসেবে দলটি মানব দেয়াল তৈরি করেছে

কুইংডাও বিচে সবুজ শৈবালের দ্বিপ

মাদাগাস্কারে লাল পঙ্গপালের একটি ঝাঁক

সেন্ট পিটারসবার্গ সার্কাসের প্রস্তুতিতে ১১ বছরের ভালুকটি প্রশিক্ষণ নিচ্ছে

লাউসিয়ানায় কুমিরটি অবাধে ঘুরে বেড়াচ্ছে

সূত্রঃ allthatisinteresting