দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নাটক নিয়ে বেশ মাতামাতি ছিলো গত এক সপ্তাহ ধরে। ঈদের আমেজ এখনও রয়ে গেছে। এই প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন রিয়াজ-জেনি। রিয়াজ-জেনীর নতুন নাটক ‘সমান্তরাল’ দেখা যাবে ২৫ জুন রাতে চ্যানেল নাইনে।
নাটক নিয়ে বেশ মাতামাতি ছিলো গত এক সপ্তাহ ধরে। ঈদের আমেজ এখনও রয়ে গেছে। রিয়াজ-জেনীর নতুন নাটক ‘সমান্তরাল’ দেখা যাবে ২৫ জুন রাতে চ্যানেল নাইনে।
নাটকটির কাহিনী এমন: প্রায় ৫ বছর ইমরানের জন্য অপেক্ষা করেছে সুপ্তি। অবশেষে ইমরান দেশে ফিরলো। এক রেস্তোরাঁয় ইমরানের সঙ্গে সে দেখা করলো। ইমরান সুপ্তির হাতে তার বিয়ের নিমন্ত্রণপত্র ধরিয়ে দিলো। পরিবার নাকি তাদের সম্পর্ক কিছুতেই মেনে নিতে নারাজ। তাই সে পরিবারের পছন্দে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। সুপ্তির মাথায় যেনো আকাশ ভেঙে পড়ে। কার জন্য সে এতো স্বপ্ন নিয়ে অপেক্ষা করছিল এতোদিন?
সুপ্তিও এক সপ্তাহের মধ্যে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। ইমরানের একদিন আগে হলেও সে বিয়ে করবেই। কাপুরুষকে সে দেখিয়ে দেবে। আগে সুপ্তির সুন্দর সুন্দর প্রস্তাব আসতো। এখন বয়স বাড়াতে বিয়ের প্রস্তাবও অনেক কম আসে। তাই তার বাবাকে ডিভোর্সি ছেলেও খুঁজতে বলে দেয়। তার ভাগ্যও বেশ নির্মম, আশরাফ নামে এক ছেলে পাওয়া গেছে কিন্তু তার আগের পক্ষের একটি বাচ্চা রয়েছে। সুপ্তি তাতেও রাজি হয়ে যায়। তারপর নানা ঘটনার মধ্যদিয়ে এগিয়ে যায় ‘সমান্তরাল’ নাটকের কাহিনী।
যারযিস আহমেদ রচিত ‘সমান্তরাল’ নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও জেনী। অপর একটি চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম। ‘সমান্তরাল’ নাটকটি ২৫ জুন রাত ৮টায় চ্যানেল নাইনে প্রচারিত হবে।