দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের টিভি সিরিজ মানেই মোশাররফ। যে কোনো টিভি চ্যানেল খুললেই চোখে পড়বে মোশাররফকে। জনপ্রিয় এই অভিনেতা মোশাররফের সঙ্গে রোমান্টিক কমেডি ছবিতে অভিনয় করবেন ওপার বাংলার রিয়া সেন। গত ক’দিন ধরেই আলোচনার শীর্ষে উঠে এসেছে বিষয়টি।
শোনা যাচ্ছে যে, বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে একটি কমেডি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন টালিউড অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রিয়া সেন। বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন বাংলাদেশের নির্মাতা ইফতেখার চৌধুরী। তারেই নতুন ছবিতে জুটি হয়ে কাজ করবেন মোশাররফ করিম এবং রিয়া।
ইফতেখার চৌধুরী বলেন, ‘মোশাররফ আর রিয়ার বিষয়টি চূড়ান্ত হলেও অন্যান্য অভিনেতার বিষয়গুলো চূড়ান্ত হয়নি। আমরা এ ছবির শুটিং পুরাটাই দেশের বাইরে করা হবে। রোমান্টিক কমেডি গল্প নিয়েই তৈরি হবে এই ছবিটি।’ জানা গেছে, ঈদের পর দেশের বাইরে এই ছবির শুটিং শুরু হবে। ছবির নাম এখনও চূড়ান্ত করা হয়নি।